‘অলটারইগো’ মনের কথা পড়ে করবে ইচ্ছাপূরণ

টাইম মেশিন দেখাবে ভবিষ্যৎ, অলটারইগো করবে ইচ্ছাপূরণ। দিল্লির এমআইটি স্নাতক অর্ণব কাপুরের তৈরি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ‘মাইন্ড-রিডিং’ হেডসেট।  অর্ণব কাপুর এমআইটি-র পোস্ট ডক্টরাল পড়ুয়া। এমআইটি মিডিয়া ল্যাব-এ ‘অলটারইগো’ নামের পরীক্ষামূলক হেডসেট করেছেন পঁচিশ বছরের পড়ুয়া অর্ণব তাঁর ভাই শ্রেয়স ও সহ-গবেষকদের সঙ্গে। 

তিনি জানিয়েছেন,  এর সাহায্যে তাঁরা কোনও কথা না বলে কম্পিউটারের সঙ্গে যুক্ত হতে পারবেন অনায়াসে। এই হেডসেটের মাধ্যমে কম্পিউটারকে প্রয়োজনীয় নির্দেশ দিতে পারবেন। অর্ণবের তৈরি হেডসেট মানুষের মন পড়ার ব্যাপারে ৯২% নিখুঁত। উদাহরণ হিসেবে ধরা যাক, আজ বৃষ্টি হবে কিনা জানতে হলে এই হেডসেট ব্যবহার করে কম্পিউটারের সাহায্যে ইন্টারনেটের মাধ্যমে এই সংক্রান্ত তথ্য জেনে নেওয়া যাবে। সদ্য আবিষ্কৃত হেডসেট সম্পর্কে তিনি জানিয়েছেন, কথা বলার সমস্যায় আক্রান্তদের ক্ষেত্রে এই হেডসেট অত্যন্ত সহায়ক হয়ে উঠবে। বাকশক্তির অভাব ঘোচাতে এই যন্ত্র হয়ে উঠবে একজন মানুষের বিকল্প সত্তা, বলছেন তরুণ প্রযুক্তিবিদ।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post