কোম্পানিগুলিতে নতুন কর্মী নিয়োগের জন্য আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বৃহস্পতিবার তিনি জানিয়েছেন, দেশের আর্থিক উন্নতির জন্য আরও কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে। আগামী বছরের ৩০ জুন পর্যন্ত প্রধানমন্ত্রী রোজগার যোজনা চালু হওয়ার পর ইএসআই প্রকল্পে নথিভুক্ত কোম্পানিগুলি ১৫ হাজার টাকা বেতনে নতুন কর্মী নিয়োগ করলে ভর্তুকি পাবে। কর্মরত কর্মীরাও ১৫ হাজারের কম বেতন পেলে এই সুবিধা পাবেন। ইএসআইয়ে আগামী ২ বছর মালিক ও কর্মচারীদের প্রত্যেকের দেয় ১২ শতাংশ বহন করবে কেন্দ্র। এটি করোনা মোকাবিলায় তৃতীয় প্যাকেজ।
তাঁর দাবি, ভারতীয় অর্থনীতি লকডাউনের পর দারুণভাবে ঘুরে দাঁড়াচ্ছে। ক্রেতাদের ক্রয়ক্ষমতা আগের মাসের তুলনায় অক্টোবরে বেড়েছে। গত ৯ বছরের মধ্যে সবথেকে বেশি। বিদ্যুতের ব্যবহার বেড়েছে ১২ শতাংশ। দৈনিক রেল পণ্য পরিষেবা বেড়েছে ২০ শতাংশ। জিএসটি আদায়া বেড়েচে ১০- শতাংশ। ব্যাঙ্কগুলির ঋণদানের পরিমাণ বেড়েছে ৫.১ শতাংশ।এমনকী, বিদেশি বিনিয়োগও ১৩ শতাংশ বেড়ে গিয়েছে বলে তাঁর দাবি। তিনি বলেন, হকারদের আত্মনির্ভর নিধি প্রকল্পে ১৩ লাখ ৭৮ কোটি টাকার ঋণ মঞ্জুর করা হয়েছে। আড়াই কোটি কৃষকের কাছে কিষাণ ক্রেডিট কার্ড দেওয়া হয়েছে।
Post a Comment
Thank You for your important feedback