চলতি অর্থবর্ষের প্রথমার্ধে এপ্রিল থেকে জুনে ভারতে অর্থনীতি ২৪ শতাংশ সঙ্কুচিত হয়েছে। দেশের ইতিহাসে এই প্রথম। জিডিপি কমেছে ৮.৬ শতাংশ। রিজার্ভ ব্যাঙ্ক বলেছে, এটা আর্থিক মন্দা। ব্লুমবার্গ সমীক্ষা জানিয়েছে, জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে জিডিপি কমেছে ১০.৪ শতাংশ। রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর মাইকেল পাত্রের নেতৃত্বে অর্থনীতিবিদদের একটি দল জানাচ্ছে, দেশে অস্বাভাবিক মন্দা চলছে। কোম্পানিগুলি তাদের খরচ কমাচ্ছে। লাভ কমছে দ্রুত।
তবে সেপ্টেন্বর থেকে বিক্রি খানিকটা বাড়ায় অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে অর্থনীতি কিছুটা হলেও ঘুরে দাঁড়াতে পারে। তবে লাগামছাড়া মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতি সরকারের বিভিন্ন পদক্ষেপের বিশ্বাসযোগ্যতাকে কমিয়ে দিতে পারে বলেও তাঁরা জানিয়েছেন। করোনার দ্বিতীয় সংক্রমণের ফলে বিশ্বে আর্থিক মন্দার ঝুঁকিও রয়েছে। চাকরি হারানোয় ক্রেতারা খরচ করছেন অত্যন্ত কম। লোকের ব্যক্তিগত সঞ্চয়ের প্রবণতা বেড়েছে ২১.৪ শতাংশ। আগের ত্রৈমাসিকে তা ছিল ৭.৯ শতাংশ। সঞ্চয়ের বেশিটাই ব্যাঙ্কের অ্যাকাউন্টে।
Post a Comment
Thank You for your important feedback