আইসিসি টি-২০ বিশ্বকাপের কাউন্টডাউন শুরু

আইসিসি টি-২০ বিশ্বকাপ টুর্নামেন্টের প্রস্তুতি শুরু হয়ে গেল। আগামী বছর অক্টোবর-নভেম্বরে এই টুর্নামেন্ট হবে ভারতে। আইসিসি বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, বিশ্বকাপ শুরু হতে আর ১২ মাস হাতে রয়েছে। আইসিসি ও বিসিসিআই যৌথভাবে ১৬টি টিমের এই টুর্নামেন্টের ব্র্যান্ড পরিচিতি প্রকাশ করবে দুবাইয়ে। 


এদিন দুবাইয়ে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি. সচিব জয় শাহ, আইসিসির চিফ এক্সিকিউটিভ মনু সাহনে টি-২০ বিশ্বকাপের কাউন্টডাউন অনুষ্ঠানে হাজির ছিলেন। এবার অস্ট্রেলিয়ায় এই টুর্নামেন্ট হওয়ার কথা ছিল। কিন্তু করোনার জন্য তা পিছিয়ে যায় একবছর। এবারের আয়োজক অস্ট্রেলিয়া জানায়, তারা ২০২২ সালে টুর্নামেন্ট করবে। ২০২১ সালের দনিক্ষণ এখনও চূড়ান্ত করেনি আইসিসি। 

 

সৌরভ বলেন, অতিমারীর সময় বহু বিধিনিষেধ রয়েছে। সেইমতোই প্রস্তুতি নেওয়া হবে। টি-২৯ বিশ্বকাপে খেলবে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, আয়ারল্যান্ড, নামিবিয়া, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, ওমান, পাকিস্তান, পাপুয়া নিউ গিনি, স্কটল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ।



Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post