অফিস টাইমে লোকাল ট্রেনের সংখ্যা আরও বাড়িয়ে দিচ্ছে রেল। বৃহস্পতিবার রেল-রাজ্যের বৈঠকে ঠিক হয়েছে, ব্যস্ততম সময়ে হাওড়া-শিয়ালদা শাখায় ১০০ শতাংশ লোকাল ট্রেন চালানো হবে। রেলের ধারণা তাতে ভিড় অনেকটাই সামলোনা যাবে। এই সপ্তাহ থেকেই তা চালু হয়ে যাবে। তবে ট্রেনের ভিতরে হকাররা উঠতে পারবেন কিনা সে ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। আপাতত ৪৬ শতাংশ লোকাল ট্রেন চালানো হচ্ছে। চলছে ৬৯৫টি ট্রেন।
দেখা গিয়েছে, ট্রেনের ভিতরে করোনা বিধি মানা হচ্ছে না। বহু ট্রেনেই দমঠাসা ভিড় হচ্ছে। ঠিক হয়েছিল, ট্রেনগুলিতে ৬০০ জন যাত্রী থাকবেন। তা হয়নি। এনের পরপর ট্রেন চলায় একটি ট্রেনেই অস্বাভাবিক ভিড় হচ্ছে। এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলের কাছে ট্রেনের সংখ্যা আরও বাড়ানোর দাবি করেন।
Post a Comment
Thank You for your important feedback