বনধের প্রভাব কি ভোটে?

সারা দেশজুড়ে চলেছে বনধ। কোথাও ৩০ শতাংশ, কোথাও ৫০ শতাংশ, কেরলে সর্বাত্মক এবং বামেদের আদি ঘাঁটি পশ্চিমবঙ্গেও বেশ কিছুটা সফল এই বনধ, যদিও পথ অবরোধ থেকে আগুন কোনওটাই বাদ নেই। এখানেই প্রশ্ন, ৮ শতাংশে নেমে যাওয়া ভোট অবস্থানে এই বনধে বাংলায় বামেরা সফল হল কী করে? প্রশ্ন এতই যদি সমর্থন থাকে তবে বিগত লোকসভায় তাঁরা একটিও আসন পেল না কেন? ওই ভোটে প্রমাণ হয়েছে বামেদের সিংহভাগ ভোট বিজেপির বাক্সে গিয়েছে। তবে কারা আজ বন্ধে পথে নামল?


সম্প্রতি বিহারের নির্বাচনে বামদলগুলো দুর্দান্ত ফল করেছে। সারা ভারতে কৃষি আন্দোলনে বামেদের বড় ভূমিকা রয়েছে। তারই কি প্রভাব পড়ল এই রাজ্যে? আবার কি চলে যাওয়া ক্যাডাররা ফিরে এল? এরকম নানা প্রশ্ন ঘুরছে রাজনৈতিক মহলে। এখন বামেরা তাদের পুরোনো শক্তি ফিরে পেল ভাবাটা অতি সরলীকরণ হয়ে যাবে। কিন্তু অনেকেই আজকের বনধে যে পথে নেমে আন্দোলন করছে তা বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে যুবকরা নেমেছেন পথে। এটাই ধরে রাখতে পারলে নিঃসন্দেহে তাদের শক্তি বৃদ্ধি পাবে।                  


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post