আহমেদ প্যাটেলের মৃত্যুতে আরও দুর্বল হল কংগ্রেস। আহমেদ, সোনিয়ার প্রধান উপদেষ্টা ছিলেন, তাঁর উপদেশের উপর সোনিয়া দলের অবস্থান এবং কৌশল তৈরি করতেন। অন্যদিকে কংগ্রেসের সাথে থাকা দলগুলিও রাহুলের উপর নির্ভর করতে পারছে না। সাম্প্রতিক বিহার সহ বিভিন্ন উপনির্বাচনে কংগ্রেসের ভরাডুবি হয়েছে, দল ও জোটে থাকা দলগুলি মনে করছে কংগ্রেসের একটা গাছাড়া ভাব ভোটের সর্বনাশ করছে। অতএব তাদের দূরত্ব বাড়ছে।
আসন্ন মুম্বাই পুর নির্বাচনে শিবসেনাকে বাদ দিয়ে একই লড়তে চাইছে অথচ এ মুহূর্তে শিবসেনা বিজেপির সবচেয়ে বড় রাজনৈতিক শত্রু। এরপর আসন্ন কাশ্মীর পুর পঞ্চায়েত নির্বাচনে বিজেপি বিরোধী সমস্ত দল এককাট্টা হলেও ওই জোটে থেকে বেরিয়ে এসেছে। কংগ্রেসের এই গাছাড়া মনোভাব ভাবিয়েছে দলের অভ্যন্তরকেও। কিন্তু এমনটা করছে কেন কংগ্রেস বা রাহুল গান্ধি?
বিশেষজ্ঞাদের প্রশ্ন, তবে কি গান্ধি পরিবারে কোনও রাজনৈতিক চাপ আছে? কোনও এজেন্সির প্রশ্নের মুখে গান্ধি পরিবার? মায়াবতীর বৃহৎ সংস্করণ হচ্ছেন কেন তাঁরা? হাল ছেড়ে দেওয়ার কারণ খুঁজছে ইন্দিরা ভক্তরা!
Post a Comment
Thank You for your important feedback