উৎসব শেষ,শীতের শুরু কিন্তু এর মধ্যেই করোনা নিয়ে উদ্বেগের খবর আসছে। সরকারি বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বৃহস্পতিবার গত ২৪ ঘন্টার রিপোর্টে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। তার সাথে সুস্থতার হার কম এবং মৃত্যুও বেড়েছে। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪৫ হাজার ৪৮৯, যা বুধবারের তুলনায় বেশি। একদিনে মৃত্যু ৫২৪ জন যাও বুধবারের তুলনায় বেশি। প্রশ্ন বাড়ল কেন ?
বিশেষজ্ঞরা আগেই জানিয়েছিলেন, শীতে প্রকোপ বাড়বে। গ্রীষ্মে করোনা তাদের বংশবৃদ্ধি যতটা করতে পারে শীতে প্রবল শক্তি বাড়িয়ে প্রায় দ্বিগুণ হতে পারে সংক্রমণ বৃদ্ধি। সেপ্টেম্বর বা অক্টোবরে ভারতে যখন সংক্রমণ কমেছিল এবং সুস্থতা বাড়ছিল তখনি ইউরোপ বা আমেরিকায় হালকা ঠান্ডার অবস্থানে দ্বিতীয় সংক্রামণের ঢেউ শুরু হয়। সে কারণেই ওই দেশগুলিতে ফের লকডাউন শুরু হয়। এবার ভারতের পালা, উত্তর ভারতে ঠান্ডা পড়েছে কোথাও কোথাও শৈত প্রবাহও হচ্ছে তখন বুঝে নিতেই হবে করোনা এবার তার শক্তি বৃদ্ধি করবে। শীতের সময়ে মানুষের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে বলে উপদেশ বিশেষজ্ঞদের।
Post a Comment
Thank You for your important feedback