১ ডিসেম্বর থেকে রাজ্য থেকে আরও সাতজোড়া দূরপাল্লার ট্রেন

 

নিউ নর্মালে আরও দূরপাল্লার ট্রেন চালানোর উদ্যোগ নিল ভারতীয় রেল। এই রাজ্য থেকেও আরও সাত জোড়া মেল-এক্সপ্রেস ট্রেন চালু হয়ে যাচ্ছে আগামী ১ ডিসেম্বর থেকে। পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে এই মূহুর্তে হাওড়া, শিয়ালদা ও কলকাতা থেকে ২৪ জোড়া দূরপাল্লার কোভিড স্পেশাল ট্রেন চলাচল করছে। ১ ডিসেম্বর থেকে তা বেড়ে হবে ৩১ জোড়া। ট্রেনগুলি হল শিয়ালদা-লালগোলা, শিয়ালদা-সহরসা, হাওড়া-ধানবাদ, হাওড়া-মুম্বই, মালদা-কিউল, ভাগলপুর-রাঁচির মধ্যে চলাচল করবে। 

আনলক পর্বে দেশের বিভিন্ন প্রান্তে সীমিত সংখ্যক কোভিড স্পেশাল দূরপাল্লার ট্রেন চলাচল করছে। নিউ নর্মালে এই ট্রেনগুলিতে ভিড়ও হচ্ছে ভালো। বর্তমানে দেশের করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রনে বলে মনে করছে স্বাস্থ্যমন্ত্রক। ফলে দূরপাল্লার ট্রেনের সংখ্যা আরও বাড়ানোর সিদ্ধান্ত নেয় রেল কর্তৃপক্ষ। পূর্ব রেল সূত্রে জানা যাচ্ছে আপাতত সাত জোড়া ট্রেন বাড়লেও আগামী দিনে সংখ্যাটা আরও বাড়বে। জানা যাচ্ছে পূর্ব রেলের তরফ থেকে আরও ৩০ জোড়া ট্রেন চালানোর অনুমতি চেয়ে রেল বোর্ডকে চিঠি দেওয়া হয়েছে। অনুমতি মিললেই পরিষেবা চালু করতে চায় পূর্ব রেলের কর্তারা।

সূত্রের খবর, অনুমতি চাওয়া ট্রেনগুলির মধ্যে দিল্লি ও উত্তরবঙ্গের বেশি ট্রেন রয়েছে। কারণ এই রুটে টিকিটের চাহিদা বেশি। তবে এই বাড়তি ট্রেনগুলিতে সাধারণ শ্রেণীর কামরা দেওয়া হবে না বলেই জানা যাচ্ছে। পুরো ট্রেনই সংরক্ষিত আসন থাকবে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই অসংরক্ষিত কামরা না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এখন দেখার আরও কতগুলো দূরপাল্লার ট্রেনের অনুমতি দেয় রেল বোর্ড।  

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post