গত শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস। রবিবার তা নেমে হয় ১৯.৫ ডিগ্রিতে। আলিপুর হাওয়া অফিস পূর্বাভাস দিয়েছিল সোমবার সপ্তাহের প্রথম দিনেই তাপমাত্রার আরও পতন হবে। পূর্বাভাস মিলিয়ে এদিন সর্বনিম্ন তাপমাত্রা একধাক্কায় অনেকটাই কমল। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৫ ডিগ্রিতে। আর একধাক্কায় তাপমাত্রায় ৪ ডিগ্রি পতনে শহরে হালকা শীতের আমেজ চলে এল। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৪ শতাংশ এবং সর্বনিম্ন ৩৯ শতাংশ। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে উত্তরে হাওয়া প্রবেশ করতে শুরু করেছে। ফলে দক্ষিণবঙ্গে তাপমাত্রার আরও পতন হবে।
মেঘ সরে রোদ বের হতেই রাজ্যে ফুরফুরে উত্তরে হাওয়ার প্রবেশ হচ্ছে। আর তাতেই স্বস্তি ফিরল শীতের আমেজ। গত দুদিনে কলকাতায় প্রায় ৭ ডিগ্রি নেমেছে পারদ। দক্ষিণবঙ্গে হালকা শীতের আমেজ থাকলেও উত্তরবঙ্গে কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে বাসিন্দাদের। কলকাতা ছাড়াও তাপমাত্রা কমছে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায়। আবহবিদদের মতে, পশ্চিমী ঝঞ্ঝা বাধা সৃষ্টি না করলে এবার লম্বা ইনিংস খেলতে প্রস্তুত শীত। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ে তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে নেমেছে ইতিমধ্যেই। দক্ষিণের পানাগড়েও পারদ নেমেছে ৮ ডিগ্রিতে। পশ্চিমাঞ্চলের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমেও ১০ ডিগ্রির আশেপাশে ঘুরছে পারদ। ফলে শীতের আমেজ গায়ে মেখেই সপ্তাহ শুরু করল বঙ্গবাসী
Post a Comment
Thank You for your important feedback