১১ ডিসেম্বর থেকেই আমেরিকায় করোনা টিকা?

আমেরিকায় আগামী মাস থেকেই ঢালাও করোনা টিকা প্রয়োগ শুরু হতে চলেছে। এমনই আশা মার্কিন প্রশাসনের। করোনা টিকা সংক্রান্ত কমিটির প্রধান মনসেফ স্লাউই নির্দিষ্ট করে বলেছেন, অনুমোদনের দুদিনের মধ্যে ১১ কিংবা ১২ ডিসেন্বর টিকা দেওয়া শুরু হয়ে যাবে। মার্কিন বিশেষজ্ঞরা ফাইজার ও মডার্নার পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করতে ৮ ও ৯ ডিসেম্বর বৈঠকে বসছেন। ওই দুই কোম্পানিই দাবি করেছে, তাদের টিকা ৯৫ শতাংশ কার্যকর। 


অন্যদিকে, অ্যাস্ট্রাজেনেকা ব্রিটেনের ছাড়পত্র পেলেই সিরামের কোরনা টিকাকে জরুরি ভিত্তিতে অনুমোদন দিতে পারে ভারত। নীতি আয়োগের সদস্য বিনোদ পল জানিয়েছেন, এই টিকার তৃতীয় ও চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যেই শেষ হয়ে যাবে। তা না হলেও ব্রিটেনের ছাড়পত্রের ভিত্তিতে আগামী বছরের গোড়াতেই নাগরিকদের অগ্রাধিকারের ভিত্তিতে টিকা দেওয়া হতে পারে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post