বিধাননগর থানা এলাকার সন্দীপ গোয়াল নামে এক ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আট লক্ষ টাকা ট্রান্সফার হয়েছে। গত দু’মাস আগে বিধাননগর দক্ষিণ থানায় একটি অভিযোগ করেছিলেন সন্দীপ। তিনি জানিয়েছিলেন, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আট লক্ষ টাকা ট্রান্সফার হয়ে গিয়েছে। তাঁর অভিযোগের ভিত্তিতে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ তদন্তে নেমে সোমবার রাতে বাগুইহাটি থেকে ঘটনার সঙ্গে তিন অভিযুক্তকে গ্রেফতার করে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, সন্দীপ গোয়ালের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মোবাইল নম্বর সব তথ্যই রয়েছে তাদের কাছে। এছাড়া অভিযুক্তরা ফোন করে ব্যাঙ্কের সঙ্গে ফোন নম্বর যুক্ত করতে হবে বলে তথ্য হাতিয়ে নিত, তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিত।
সন্দীপ গোয়েল জানান, গত দু’মাস আগে তাঁর বাবা মারা গিয়েছিল। তাই তাঁর ফোন বন্ধ থাকায় তখন কিছুই জানতে পারেননি। পরে ফোন অন করে দেখেন তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আট লক্ষ থেকে ট্রান্সফার হয়েছে। তখনই তিনি বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশের তরফে জানানো হয়েছে, এই ঘটনার পিছনে কোন ব্যাঙ্কের কেউ যুক্ত কিংবা কোন বড়সড় চক্র জড়িত আছে কিনা সেই বিষয়ে তদন্ত করেছে। মঙ্গলবার ধৃত তিন অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হয়েছে।
Post a Comment
Thank You for your important feedback