বিজেপিতে আসার পর এই প্রথম নন্দীগ্রামে কোনও কর্মসূচিতে অংশ নিলেন শুভেন্দু অধিকারী। কিন্তু এই কর্মসূচি শুরু হওয়ার আগেই গোলমাল। তাঁর র্যালিতে যোগ দিতে আসার পথে আক্রান্ত হলেন বিজেপি কর্মী-সমর্থকরা। শুভেন্দুর মিছিলে যাওয়ার পথে গড়চক্রবেড়িয়ার ভূতামোড়ে বেশ কয়েকজন বিজেপি কর্মী আক্রান্ত হন বলে অভিযোগ। অভিযোগের তির তৃণমূলের দিকে। এর প্রতিবাদে টেঙ্গুয়া মোড়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিজেপি। যদিও পরিস্থিতি জটিল হওয়ার আগেই পুলিশ ব্যবস্থা নেয়। পরে কর্মসূচির পর নিজের ভাষণে এই ঘটনা নিয়ে সরব হন শুভেন্দু। অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব হয়েছেন তিনি।
এই বিষয়ে কার্যত হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে বলে আক্রমণ করছে তৃণমূল। অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে। না হলে আন্দোলনের পথে হাঁটব’। এই ইস্যুতে শাসকদলের পাশাপাশি তিনি সমালোচনা করেন পুলিশেরও। শুভেন্দুর কথায়, বদলির ভয়ে পুলিশ রাজ্যের কথা মানতে বাধ্য হচ্ছে।
এদিনের জনসভা থেকেও তিনি রাজ্যের শাসকদলকে তীব্র আক্রমণ শানিয়েছেন। তিনি বলেন, ‘সিপিএম প্রত্যেক বছর এসএসসি তে চাকরি দিয়েছে। এখন ২০১৪ সাল থেকে চাকরি নেই। সিভিকদের সঙ্গে কোনও বাড়ির লোক মেয়ের বিয়ে দেয় না। এখন সিভিকদের বলছে বিজেপি এলে তোদের চাকরি চলে যাবে। বিজেপি চাকরি খায় না’। মুখ্যমন্ত্রী সম্প্রতি রাজ্যে শিল্পস্থাপন নিয়ে কয়েকটি ঘোষণা করেছিলেন। এরমধ্যে হলদিয়া ও শঙ্করপুরে বন্দর নিয়েও ঘোষণা ছিল। এই প্রসঙ্গে শুভেন্দুর বক্তব্য, ২ কোটি বেকার এরা (তৃণমূল) তৈরি করেছে। ভোট এলেই বলে শঙ্করপুরে বন্দর হবে। ১৫ সাল থেকে শুনে আসছি। বন্দর করতে গেলে জমি লাগবে। আপনি (মুখ্যমন্ত্রী) যা ল্যান্ড পলিসি করেছেন তাতে পশ্চিমবঙ্গের কিচ্ছু হবে না। কাটমানি নিয়ে এদিন নতুন তত্ত্ব সামনে আনেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, ‘স্যানিটাইজারের দাম নেওয়া হচ্ছে ২২ টাকা করে। কিন্তু আসলে দাম ১৩ টাকা। সেখানেও কাটমানি’। পাশাপাশি কন্যাশ্রী প্রকল্পের সাইকেলের গুণমান নিয়েও প্রশ্ন তুলেছেন রাজ্যের প্রাক্তন পরিবহণমন্ত্রী।
Post a Comment
Thank You for your important feedback