মেলবোর্নের বক্সিং ডে টেস্টের ম্যাচ সেরা খেলায়াড় হলেন স্ট্যান্ডইন ভারত অধিনায়ক অজিঙ্কা রাহানে। ম্যাচ সেরা হয়ে জিতে নিলেন 'জনি মুলাঘ মেডেল’। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেই ২২৩ বলে ১১২ রানের দুরন্ত ইনিংস খেলেন রাহানে। টেস্টের দ্বিতীয় ইনিংসেও ২৭ রান করে অপরাজিত ছিলেন। মূলত তাঁর অসাধারণ নেতৃত্বেই মেলবোর্নে ঐতিহাসিক জয় পেল ভারত। ফলে নির্বাচকরা তাঁকেই ম্যাচের সেরা বেছে নেন। আর বক্সিং ডে টেস্টকে স্মরণীয় করে রাখতে চালু হওয়া 'জনি মুলাঘ মেডেল’ সম্মান তিনিই পেলেন।
মেলবোর্নের টেস্টের কয়েক দিন আগে বিশেষ ঘোষণা করছিল অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড। অস্ট্রেলিয়ান ক্রিকেটের অন্যতম প্রবর্তক জনি মুলাঘকে সম্মান জানাতেই ছিল এই বিশেষ উদ্যোগ। সেটা কী? বক্সিং ডে টেস্ট ম্যাচের সেরা খেলোয়াড়কে দেওয়া হবে তাঁর নামাঙ্কিত 'জনি মুলাঘ মেডেল'।
অস্ট্রেলিয়ান ক্রিকেটের প্রথম তারকা তথা আদি জনজাতির খেলোয়াড় জনি মুলাঘকে সম্মান জানাতেই এই বিশেষ মেডেল দেওয়ার প্রথা চালু করেছে অজি ক্রিকেট বোর্ড। জনি মুলাঘ ছিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক। তাঁর নেতৃত্বেই অস্ট্রেলিয়ার দল প্রথমবার বিদেশে খেলতে গিয়েছিল, ১৮৬৮ সালে। ইংল্যান্ড সফরে গিয়ে সেবার ৪৫টি টেস্ট ম্যাচ খেলেছিল টিম অস্ট্রেলিয়া। ইংল্যান্ড সফরে অজি অলরাউন্ডার মুলাঘের পারফরম্যান্সও ছিল নজর কাড়া। সেই সফরে ১৮৭৭ রান করার পাশাপাশি ২৫৭টি উইকেট নিয়েছিলেন প্রাক্তন অজি অধিনায়ক। তাঁকে সম্মান জানাতেই এবারের বক্সিং ডে টেস্টে ‘জনি মুলাঘ মেডেল’ দেওয়া হবে এমনই সিদ্ধান্ত।
The proud recipient and the inaugural winner of the Mullagh Medal - #TeamIndia Captain @ajinkyarahane88 #AUSvIND pic.twitter.com/0cBe2icMzz
— BCCI (@BCCI) December 29, 2020
Post a Comment
Thank You for your important feedback