ট্রাম্প, কমলা থেকে হ্যারি, মেঘান

করোনা নিয়ে আতঙ্কের মাঝেই এবছর বিশ্বে ঘটে গিয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন। বদলে গিয়েছে রাজপাট। এসেছে নতুন মুখ। তারইমধ্যে সবথেকে বেশি নজর ছিল আমেরিকায়। রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জমানা শেয হল এবছরই। আগামী মাসের ২০ তারিখে শপথ নেবেন ডোমেক্রাট জো বাইডেন।

তবে বাইডেনের জয়ের পরও তাঁকে ঠেকাতে বহুদিন ধরে নানারকম কৌশল করেছিলেন ট্রাম্প। একের পর এক রাজ্যে নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে মামলার পর মামলা করে গিয়েছেন তিনি। হেরেছেন সবকটিতেই। অবশেষে তুমুল সমালোচনার মুখে হার মেনে নিতে বাধ্য হয়েছেন বিতর্কিত প্রেসিডেন্ট ট্রাম্প। সেইসঙ্গে ইতিহাসে নিজের নাম লিখেছেন কমলা হ্যারিস, মার্কিন ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ এবং মহিলা ভাইস প্রেসিডেন্ট। কমলা হ্যারিস ভারতীয় বংশোদ্ভূত। তবে হারের আগেই ইমপিচমেন্টের মুখে পড়তে হয়েছিল ট্রাম্পকে। স্পিকার ন্যান্সি পোলেসির তীব্র আক্রমণে তপ্ত হয়ে ওঠে মার্কিন রাজনীতি। 


আমেরিকায় ট্রাম্প কাহিনির বাইরে সবথেকে বেশি নজর কেড়েছিল ব্ল্যাক লাইভস ম্যাটার্স। এই বর্ণদ্বেষবিরোধী আন্দোলন ছড়িয়ে পড়েছিল আমেরিকার ৫০টি রাজ্যেরই সাতশো শহরে। মিনিয়াপোলিসের পুলিশের হাতে জর্জ ফ্লয়েড নামে এক কৃষ্ণাঙ্গের হত্যার পরই বিক্ষোভ লাগামছাড়া হয়ে পড়ে। তারপরই কেন্টাকির লুইসভিলের ব্রিয়োনা টেলারের হত্যা। তারওপরে আহমুদ আরবেরি। আর এই গণক্ষোভের ছাপ পড়েছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনেও। মাসের পর মাস প্রবল সরকারবিরোধী বিক্ষোভ হয়েছে ফ্রান্সেও। 

একইরকম গুরুত্বের ঘটনা ছিল ইরানের জেনারেল কাসেম সোলেমানির হত্যা। সোলেমানি ছিলেন ইরানে দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি। ৩ জানুয়ারি বাগদাদে আমেরিকার ড্রোনের আঘাতে মৃত্যু হয় তাঁর। এই হামলা হয়েছিল ট্রাম্পের নির্দেশেই। মার্কিনিদের হত্যার বদলা নিতেই এই হামলা, সগর্বে জানিয়েছিলেন ট্রাম্প। 


ব্রিটেনের ক্ষেত্রে নিঃসন্দেহে সবথেকে বড় ঘটনা ইউরোপিয়ান ইউনিয়ন ত্যাগ। ব্রেক্সিট নিয়ে বহুদিন তোলপাড় হয়েছে ব্রিটেন। আগামী বছরের গোড়া থেকেই ইউরোপের সঙ্গে এক ইউনিয়নে থাকছে না ব্রিটেন, তাদের হাঁড়ি আলাদা। একইসঙ্গে নজর কেড়েছে ব্রিটেনের রাজবাড়ির কেচ্ছা। ৮ জানুয়ারি ব্রিটেনের রাজপরিবার থেকে নিজেদের বিচ্ছিন্ন ঘোষণা করেন যুবরাজ হেনরি ও যুবরানি মেঘান মার্কেল। তাঁরা ক্যালিফোর্নিয়ার সান্টা বারবারায় বাড়ি কিনে ছেলে আর্চিকে নিয়ে ব্রিটেন ছেড়েছেন। 

উত্তর কোরিয়া নিয়ে এবছরেও ছিল নানারকম গুজব। সবথেকে বেশি জল্পনা ছড়িয়েছিল উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের মৃত্যুর খবর। এমনকী, তাঁর জায়গায় কে আসবেন তা নিয়ে শুরু হয়ে যায় আলোচনা। 

খবরের শিরোনামে বারবার এসেছে দাবানলে ঘটনা। জানুয়ারিতে অস্ট্রেলিয়ার জঙ্গল থেকে আগুন ছড়িয়েছিল ভয়ঙ্কর আগুন। মাসের পর মাস সেই আগুন নেভাতে হিমসিম খেতে হয়েছিল সরকারকে। পুড়ে যায় ২ কোটি ৭০ লাখ একর জমি। ধোঁয়ায় প্রাণ হারান ৪৪৫ জন, সরাসরি আগুনে পুড়ে মারা গিয়েছেন ৩৪ জন। আগস্টে আমেরিকার ক্যালিফোর্নিয়াতেও দাবাগ্নি ৪০ লাখ একরেরও বেশি বনভূমি পুড়িয়ে খাক করে দিয়েছিল। 




Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post