কথায় আছে কারও পৌষ মাস তো কারও সর্বনাশ। এখন পৌষ মাস চলছে কিন্তু ব্যবসার বাজারে সর্বনাশই চলেছে। ২০২০ সালে করোনা আবহে আর পাঁচটা ব্যবসার মতো বিনোদন শিল্পের অবস্থাও সুবিধার নয়। অনেকেই বড় পর্দা, টিভির পর্দা ছেড়ে এখন মুঠোফোনের জন্য ওয়েব সিরিজ তৈরি করছেন। আগেভাগে পেমেন্ট করো আর মোবাইল সিনেমা দেখো, সিরিজ দেখো। এ এক নতুন যুগের সূচনা বলা চলে। কিন্তু তারই মধ্যে কিছু ছবি তো তৈরি হচ্ছে বাংলায় কিংবা মুম্বইতে, বাজেট অবশ্যই কমিয়ে। শিল্পীরাও দর কমিয়েছেন প্রযোজকরা। কিন্তু এই সর্বনাশের মুহূর্তে নিজের রেট অনেকটাই বাড়াচ্ছেন অক্ষয় কুমার।
প্রযোজকরা জানেন, অক্ষয় তাঁদের সোনার হাঁস। তাঁর পিছনে টাকা ঢালা যেতেই পারে। কারণ প্রোডাকশনের অন্য খরচ অক্ষয়ের ছবিতে মেরেকেটে ৩০/৩৫ কোটি। বর্তমানে আক্কির দর প্রতি ছবিতে ৯৯ কোটি, এটা সম্প্রতি বাড়িয়ে হয়েছে ১১৭ কোটি। তবে তিনি আজ তাঁর ম্যানেজারকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে ২০২২ থেকে রেট বেড়ে ১৩৫ কোটি হবে, বলেই দ্রুত চলে গেলেন বলিউডের শের, কারণ আজ তাঁর স্ত্রীর ৪৭ তম জন্মদিন। টুইংকল খান্না, অক্ষয়ের প্রিয়তমা, ওই একটা জায়গাই শের বিল্লি হয়ে যান কারণ লোকে বলে তিনি ভয়ঙ্কর স্ত্রৈণ।
Post a Comment
Thank You for your important feedback