বর্ষবরণের রাতে ভিড় নিয়ন্ত্রণের নির্দেশ দিল হাইকোর্ট

বর্ষবরণের রাতেও যাতে কোভিডবিধি মানা হয় সেটা নিশ্চিত করতে রাজ্য সরকারকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আর এর জন্য পুলিশ ও প্রশাসনকে যা যা করতে হবে সবগুলিই করতে বলল হাইকোর্ট। ২০২০ সালকে বিদায় জানাতে যাঁরা রাস্তায় বের হবেন তাঁদের প্রত্যেককে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করতে হবে। এরজন্য কলকাতায় পর্যাপ্ত ওয়াচ টাওয়ার ও নাকা চেকিংয়ের ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
উল্লেখ্য, দুর্গাপুজো ও কালীপুজোতে করোনাবিধি মেনে পুজোমণ্ডপে সাধারণ দর্শকদের প্রবেশ নিষিদ্ধ করেছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু ক্রিসমাসের দিন রাতে শহর দেখেছিল বাঁধভাঙা ভিড়। পার্ক স্ট্রিট ও অ্যালেন পার্ক সহ ময়দানে ভিড় ছিল চোখে পড়ার মত। যেখানে করোনার স্বাস্থ্যবিধি না মানার অভিযোগ উঠেছে। এরমধ্যেই করোনার নতুন স্ট্রেন নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে ভারতে। ফলে বর্ষবরণের রাতে যাতে ভিড় নিয়ন্ত্রণের বাইরে না যায় তাই আগাম ব্যবস্থা গ্রহণ করার জন্য আদালতের দ্বারস্থ হন আইনজীবী ইন্দ্রজিৎ দে ও অজয় দে।
মঙ্গলবার হাইকোর্টের অবকাশকালীন ডিভিশন বেঞ্চে এই আবেদনের শুনানি হয়। আবেদনকারীদের বক্তব্য শোনার পর বিচারপতি মৌসুমী ভট্টাচার্য ও বিচারপতি কৌশিক চন্দ্র ডিভিশন বেঞ্চ রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে নির্দেশ দেয় উপযুক্ত ব্যবস্থা গ্রহণের। বিচারপতি বলেন, সকলের মুখে মাক্স এবং স্যানিটাইজার ব্যবস্থা করতে হবে। শহরের যে সমস্ত জায়গায় বিশেষ সেই দিনগুলিতে মানুষের ভিড় জমে, সেই সমস্ত এলাকায় পুলিশকে ওয়াচ টাওয়ার করতে হবে।


 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post