স্ত্রীর বিরুদ্ধে বিচ্ছেদের নোটিশে নির্যাতনের অভিযোগ সৌমিত্রের

কথা মতোই সুজাতা খাঁ-কে বিবাহবিচ্ছেদের নোটিশ পাঠিয়ে দিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সোমবারই আচমকা তৃণমূলে যোগদান করেন সৌমিত্র খাঁ-র স্ত্রী সুজাতা। সেই সঙ্গে তিনি বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগও তুলেছিলেন। ঘন্টাখানেকের মধ্যেই এর জবাব দিয়েছিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ। রীতিমতো কান্নাভেজা গলায় তিনি সংবাদমাধ্যমের ক্যামেরার সামনেই স্ত্রীকে বিবাহ বিচ্ছেদ দেওয়ার কথা জানিয়ে দেন। রাতেই আইনজীবী মারফত সৌমিত্র স্ত্রী সুজাতা খাঁ-কে মিউচুয়াল ডিভোর্সের আইনি নোটিশ পাঠিয়ে দিয়েছেন। 

সেই নোটিশের একটি প্রতিলিপি নিজের ফেসবুক পেজেও শেয়ার করেছিলেন বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি। তবে কিছুক্ষণের মধ্যেই অবশ্য সেই পোস্টটি ডিলিট করে দেন তিনি। সৌমিত্রর পাঠানো ডিভোর্স নোটিশে একাধিক গুরুতর অভিযোগ এনেছেন তাঁর আইনজীবী। ওই নোটিশে দাবি করা হয়েছে, দিনের পর দিন সৌমিত্র ও তাঁর পরিবারের ওপর নির্যাতন চালিয়ে গিয়েছেন সুজাতা। এছাড়া স্বামীকে সন্দেহ করা থেকে শুরু করে দিনের পর দিন আলাদা থাকার অভিযোগও আনা হয়েছে সুজাতার বিরুদ্ধে। সৌমিত্র আইনজীবীর পাঠানো নোটিশে বলা হয়েছে, বিগত ছয়মাস ধরে আলাদাই থাকছিলেন সুজাতা। তাই হিন্দু ম্যারেজ অ্যাক্ট মোতাবেক ডিভোর্স দেওয়া হোক। বাংলা দূরঅস্ত, এহেন ঘটনা গোটা দেশের রাজনীতিতেই বিরল নজির। দলত্যাগের জল গড়াল ডিভোর্সের মামলায়। 


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post