করোনার টিকা নিলেন ১০১ বছরের বৃদ্ধা

জার্মানিতে প্রথম করোনার টিকা নিয়েছেন ১০১ বছরের এক বৃদ্ধা। জার্মানি সহ ইউরোপে গণ টিকাকরণ শুরু হওয়ার একদিন আগেই তাঁকে টিকা দেওয়া হয়। বৃদ্ধাশ্রমের বাসিন্দা শতায়ু এডিথ কোইজালাকে দেওয়া হয়েছে ফাইজারের টিকা। 


স্পেনে প্রথম টিকা নিয়েছেন ৯৬ বছরের আরাসেলি রোজারিও সাঞ্চেজ। তাঁর টিকাকরণ রবিবার সরাসরি সম্প্রচার হয়েছে টেলিভিশনে। বৃদ্ধা আরাসিলে জানিয়েছেন, টিকা নেওয়ার সময় তিনি কিছুই টের পাননি। তাঁর পরেই ফাইজারের এই টিকা নেন কারের তাপিয়াস। খুশি স্পেনের প্রধানমন্ত্রী  পেদ্রো সাঞ্চেজ। বেলজিয়াম থেকে শনিবারই টিকা পৌঁছেছে স্পেনে। 

ফ্রান্সে প্রথম টিকা পেয়েছেন ৭৮ বছরের এক মহিলা, নাম মরিসেত। প্যারিসের উপকণ্ঠে সেভ্রাঁর রেনে মুরে হাসপাতালে টিকাকরণ হয়েছে তাঁর। তাঁর পরেই টিকা নেন ৬৫ বছরের এক কার্ডিলজিস্ট জাঁ ঝাক মনসুয়ে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরঁ জানিয়েছেন, করোনার বিরুদ্ধে একটা নতুন অস্ত্র হাতে এসেছে।

 


ইতালিতে প্রথম ফাইজারের টিকা নিয়েছেন ২৯ বছরের এক নার্স ক্লদিয়া আলিভেরনিনি। তাঁরই সঙ্গে টিকা নেন ভাইরোলজির এক প্রফেসর ও এক স্বাস্থ্যকর্মী। ইতালিতে ইতিমধ্যেই টিকার ৯,৭৫০টি ডোজ এসে গিয়েছে, আগামী সপ্তাহে আসছে আরও ৪ লাখ ৭০ হাজার ডোজ। হাঙ্গেরি. স্লোভাকিয়াতেও শুরু হয়েছে টিকাকরণ। চেকোস্লোভিয়ায় প্রধানমন্ত্রী নিজেই টিকা নিয়েছেন প্রথম দিকেই।

গত ২ ডিসেম্বর ব্রিটেন প্রথম ফাইজার-বায়োএনটেকের টিকাকে অনুমোদন দেয়। তারপরই আমেরিকা, সৌদি আরব, সিঙ্গাপুর থেকে ইউরোপের দেশগুলিও টিকাকে ছাড়পত্র দিয়েছে। ২১ ডিসেম্বর দিয়েছে সবুজ সঙ্কেত।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post