বছর শেষে মরসুমের প্রথম তুষারপাত দেখল সিমলা। রবিবার রাত থেকে শুরু হয়েছে তুষারপাত। মৌসমভবন সূত্রে খবর, সোমবার ও মঙ্গলবার পর্যন্ত বেশকিছু খালি এলাকায় বৃষ্টিপাত ও বরফ পরার সম্ভাবনার রয়েছে। এদিকে বড়দিন ও নতুন বছরের ছুটি কাটাতে গিয়ে সাদা বরফের চাদরে মোড়া সিমলা দেখে খুশি পর্যটকরা।
রবিবার রাত থেকেই নাগাদ মল রোড, ছোটা সিমলা সহ শহরের বেশ কিছু এলাকায় তুষারপাত হয়৷ কল্পা, মানালির তাপমাত্রাও নেমে গেছে শূন্যের নীচে মাইনাস ডিগ্রিতে। মানালিতে তাপমাত্রা ছিল-০.৬ ডিগ্রি৷ ডালহৌসিতে ২.৯ ডিগ্রি সেলসিয়াস৷
Post a Comment
Thank You for your important feedback