কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন ছোটা রাজন ও গ্যাংস্টার মুন্না বজরঙ্গির ডাকটিকিট ছাপিয়ে বিপাকে কানপুরের ডাকবিভাগ। জানা গেছে, My Stamp স্কিমে কানপুরে ডাক বিভাগের সদর দফতর থেকে এই টিকিট প্রকাশিত হয়েছে। আর এই বিষয়টি সামনে রীতিমত শোরগোল শুরু হয়েছে সরকারি মহলে। কীভাবে এই টিকিট ছাপা হল তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে প্রশাসন।
My Stamp স্কিমের অধীনে নাগরিকদের যে কেউ নিজের ছবি, প্রতিষ্ঠানের লোগো, শিল্পকর্ম, ঐতিহাসিক ভবন, পর্যটনস্থান, শহর, বন্যপ্রাণী-পাখি সহ যে কোনও ছবি ডাকটিকিটে ছাপিয়ে ব্যক্তিগত শিট (sheet) পেতে পারেন। ৩০০ টাকার বিনিময়ে সেই ছবি দেওয়া ১২টি ডাকটিকিট গ্রাহকরা পাবেন। তবে আপত্তিজনক বা বেআইনি কোনও ছবি ছাপানো যাবে না বলেই নির্দেশ দেওয়া রয়েছে ভারতীয় ডাকবিভাগের তরফে।
কানপুরের ডাক বিভাগের তরফে ছোটা রাজনের ছবি দেওয়া ১২টি ও মুন্না বজরঙ্গীর ছবি দেওয়া ১২টা টিকিট ছাপা হয়েছে। প্রতিটির দাম ৫ টাকা করে। কীভাবে আধিকারিকদের নজর এড়িয়ে এরকম ভুল হল তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে সংশ্লিষ্ট মহলে।
Post a Comment
Thank You for your important feedback