এবার অন্ধ পুলিশের চরিত্রে সোনম কাপুর। সোমবার থেকে স্কটল্যান্ডে শুরু হয়েছে পরিচালক সুজয় ঘোষের প্রযোজিত ব্লাইন্ড-এর শ্যুটিং। সিনেমাটি পরিচালনা করছেন সোম মাখিজা। মূলত একটি সাউথ কোরিয়ান সিনেমা রিমেক করেই তৈরি হয়েছে ক্রাইম থ্রিলার ব্লাইন্ড-এর চিত্রনাট্য। সিনেমায় একজন পুলিশের চরিত্রে অভিনয় করছেন সোনম। ঘটনাক্রমে এক অ্যাকসিডেন্টে অন্ধ হয়ে গেলেও একজন সিরিয়াল কিলারকে গ্রেফতার করবেন সেই পুলিশ অফিসার। মুভি ক্রিটিকস তারান আদর্শ টুইটারে একটি পোস্ট করে শুটিংয়ের কথা জানান। সিনেমায় সোনাম কাপুর ছাড়াও অভিনয় করছেন বিনয় পাঠক, পূরব কোহলি এবং লিলেট দুবে। ২০২১-এই ব্লাইন্ড মুক্তি পাবে বলে আশা নির্মাতাদের।
SONAM KAPOOR: CRIME THRILLER STARTS TODAY... Start-to-finish shooting of #Blind - starring #SonamKapoorAhuja - commences today in #Glasgow [#Scotland]... Story of a blind police officer in pursuit of a serial killer... Costars #VinayPathak, #PurabKohli and #LilleteDubey. pic.twitter.com/kXP9FENw4l
— taran adarsh (@taran_adarsh) December 28, 2020
Post a Comment
Thank You for your important feedback