নয়া করোনাভাইরাস পৌঁছল কলকাতাতেও, শনাক্ত ব্রিটেন ফেরত যুবক

এবার কলকাতায় পাওয়া গেল ব্রিটেনের নতুন করোনাভাইরাসের নমুনা। ২০ ডিসেম্বর ব্রিটেন থেকে ফেরা এক যুবকের দেহে নতুন করোনার স্ট্রেন  পাওয়া গিয়েছে। বিমানবন্দরে তাঁর করোনা পরীক্ষা হলে তা পজিটিভ আসে। তাঁর কোনও লক্ষণ ছিল না।। এরপর তাঁকে মেডিকেল কলেজের আইসোলেশন বিভাগে নিয়ে যাওয়া হয়। স্বাস্থ্যদফতর সূত্রে জানা গিয়েছে, ব্রিটেন ফেরত মোট ৭ জনের নমুনা করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। মঙ্গলবার বেশি রাতে জানা যায়, ওই যুবকের দেহে নতুন ধরনের করোনাভাইরাস রয়েছে।
অন্যদিকে, দেশে নতুন করোনাভাইরাসের আরও ১৪টি সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। এনিয়ে গত দুদিনে মোট ২০ জনের দেহে এই পরিবর্তিত ভাইরাসের নমুনা মিলল। বুধবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, তাঁরা ব্রিটেন থেকে এসেছেন। ব্রিটেন থেকে দিল্লিতে আসা কয়েকজন মহিলা দিল্লির আইসোলেশন কেন্দ্র থেকে পালিয়ে গিয়েছিলেন। তাঁদের সন্ধান পাওয়া গিয়েছে অন্ধ্রপ্রদেশে।
ত্রিপুরায় নতুন ভাইরাসে সংক্রমিত একজনের সন্ধান পাওয়া গিয়েছে। দিল্লিতেও আরও দুজনের করোনা সংক্রমণ ধরা পড়েছে। এনিয়ে বিদেশ থেকে আসা ৩৩ জনের দেহে করোনা ভাইরাস পাওয়া গেল। তবে তাঁদের মধ্যে নতুন ভাইরাসে আক্রান্ত কজন তা পরীক্ষা করে দেখা হচ্ছে। এই প্রথম আমেরিকার কলোরাডোতেও ব্রিটেনে পাওয়া নয়া ভাইরাস একজনের দেহে পাওয়া গিয়েছে। তবে বছর কুড়ির ওই নাগরিক দেশের বাইরে যাননি। এর আগে দুজনের দেহে নয়া ভাইরাস মিলেছে কানাডায়। পাকিস্তানের সিন্ধে পাওয়া গিয়েছে নয়া ভাইরাস আক্রান্ত তিনজনের সন্ধান।
অন্যদিকে, ভারত বায়োটেক জানিয়েছে তাদের কোভ্যাক্সিন নয়া ভাইরাসের মোকাবিলায় সক্ষম। তারা এখন ভারতে ২০ হাজার স্বেচ্ছাসেবকের ওপর তৃতীয় পর্যায়ের পরীক্ষা চালাচ্ছে এবং জরুরি টিকাকরণের অনুমতি জন্য আবেদনও করেছে। তারা জানাচ্ছে, করোনাভাইরাসের চরিত্র পরিবর্তন অস্বাভাবিক কিছু নয়।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post