অস্ট্রেলিয়াকে দ্বিতীয় টেস্টে হারানোর জন্য ভারতীয় দলকে অভিনন্দন জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। টুইটারে ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি ও প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি লিখেছেন, এমসিজিতে এটা একটা বিশেষ (Special) জয়। ভারত এই মাঠে খেলতে পছন্দ করে।ভারতীয় প্রাক্তন অধিনায়কসৌরভ গঙ্গোপাধ্যায় স্টান্ডইন অধিনায়ক অজিঙ্ক রাহানেকে ট্যাগ করে টুইটে লিখলেন, অসাধারণ অজিঙ্ক রাহানে। ভালো মানুষেরা শীর্ষে থেকেই শেষ করে। সবাইকে অভিনন্দন। রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাডেজাকেও ট্যাগ করেছেন তিনি। সিরিজের বাকি দু’ম্যাচের জন্যও ভারতীয় দলকে তিনি শুভেচ্ছা জানিয়েছেন।
A special win at MCG ..india loves playing here ..well done Ajinkya rahane @ajinkyarahane88 ..good people finish first too.. congratulations to all..@imjadeja @ashwinravi99 .best of luck for the next 2 games @bcci
— Sourav Ganguly (@SGanguly99) December 29, 2020
Post a Comment
Thank You for your important feedback