১৮০ ডিগ্রি ঘুরে গেলেন রজনীকান্ত। জানালেন, তিনি রাজনীতিতে আসছেন না। ৩১ ডিসেম্বর তাঁর নতুন রাজনৈতিক দল নিয়ে ঘোষণা করার কথা ছিল। তামিল সুপারস্টার এখন জানাচ্ছেন, তিনি আর রাজনীতিতে নেই। মঙ্গলবার এই ঘোষণা করে রজনীকান্ত জানিয়েছেন, স্বাস্থ্যের কারণেই তাঁর এই সিদ্ধান্ত। টুইটারে তিনি লিখেছেন, আন্নাত্থে ফিল্মের শুটিংয়ের সময় যা ঘটেছে তাতে তিনি ভগবানের ইশারাই দেখতে পেয়েছেন। তারপরই রজনীকান্তের স্বাস্থ্য নিয়ে সর্বত্র উদ্বেগ ছড়িয়ে পড়ে। গত সপ্তাহে রক্তচাপের ওঠানামার জন্য তাঁকে হায়দরাবাদের হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রবিবারই তিনি হাসপাতাল থেকে ছাড়া পান।
রজনীকান্ত অসুস্থ হওয়ার পরই আন্নাত্থে ইউনিটের চারজনের করোনা ধরা পড়েছিল। তাতে উদ্বেগ বাড়ে অনেকটাই। তবে রজনীকান্তের রিপোর্ট নেগেটিভ এসেছিল। মঙ্গলবার রজনীকান্ত তামিলে লেখা পোস্টে জানিয়েছেন, তাঁর বেদনা অসহ্য। শুধু তিনি মিডিয়া ও সোশাল মিডিয়াতেই তাঁর দলের প্রচার করেছিলেন। তামিলনাডুর আসন্ন নির্বাচনে রাজনৈতিক উথালপাতালে তিনি থাকতে পারছেন না।
Post a Comment
Thank You for your important feedback