দায়িত্বজ্ঞানহীন তেলুগু সুপারস্টার রামচরণ


একদমই ছেলেমানুষি অথচ আজকের পরিপ্রেক্ষিতে অপরাধ এবং তাই করলেন দক্ষিণের তেলুগু সুপারস্টার রামচরণ। কিছুদিন আগে করোনা আক্রান্ত হন তাঁর বাবা বিখ্যাত অভিনেতা চিরঞ্জীবী। ওই সময়েই তাঁদের পরিবারের সবারই টেস্ট হয়, তখনি রামচরণের কোবিড সংক্রমণ ধরা পড়ে। সে খবর বাইরে আসার পর তিনিই সোশাল নেটে জানান, তাঁর করোনা সমস্যা নেই, কিটের গন্ডগোলের জন্য রিপোর্টে ভুল ধরা পড়েছে। কিন্তু মঙ্গলবার তিনি নিজেই পোস্ট করে জানালেন তাঁর করোনা পজেটিভ। তিনি পোস্টে আবেদন করেন শেষ কদিন যাঁরা তার সঙ্গে মিশেছেন তাঁরা যেন অবশ্যই নিজেদের করোনা টেস্ট করিয়ে নেন। তিনি আরও লেখেন, তাঁর তেমন কোনও উপসর্গ নেই কাজেই তিনি বাড়িতেই নিভৃতবাসে থাকবেন।

দক্ষিণী ছবির সুপারস্টার তিনি বিশেষ করে তেলুগু ছবির। ' নায়ক ' রঙ্গস্থলম ' ইত্যাদি ব্লকবাস্টার ছবির নায়ক তিনি। ক্রিসমাসের দিনে নাকি তাঁর একটি বড় পার্টি ছিল। ওই পার্টিতে উপস্থিত ছিলেন তাবড় তাবড় ফিল্মি সেলেবরা, দক্ষিণী ছবির আধা ডজন নায়িকাও উপস্থিত ছিলেন সেখানে। তাঁরা আতঙ্কিত, কত মানুষের মধ্যে সংক্রমণ ছড়িয়ে গিয়েছে তার হিসাব চলেছে হায়দ্রাবাদ ফিল্ম স্টুডিওগুলিতে। তবে এই বেহিসাবি কাজের জন্য সমালোচিত হচ্ছেন রামচরণ।            

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post