অবশেষে সুস্থ হয়ে হায়দরাবাদ থেকে চেন্নাই ফিরলেন তামিলনাড়ুর অন্যতম সেরা অভিনেতা রজনীকান্ত। কয়েকদিন আগে তামিল ছবি 'আন্নাথে'র শুটিংয়ে হায়দ্রাবাদ গিয়েছিলেন রাজনী, সেখানেই ইউনিটের অনেকেই অসুস্থ হয়ে পড়েন। টেস্ট করে এদের মধ্যে করোনার সংক্রমণ পাওয়া যায়। রজনীকান্তকেও পরীক্ষা করা হয় কিন্তু রিপোর্ট নেগেটিভ আসে। তারপরেই তিনি অসুস্থ হয়ে পড়েন, শ্বাসকষ্ট শুরু হয়।
চিকিৎসকরা প্রথমে ফের করোনা সন্দেহ করে টেস্ট করালে আবারও রিপোর্ট নেগেটিভ আসে। তারপর তাঁর প্রেসার পরীক্ষা করে রক্তচাপ নিম্নগামী পাওয়া গেলে আইটিইউয়ে ভর্তি করে চিকিৎসা শুরু হয়। শনিবার থেকে তিনি পুরোপুরি সুস্থ।
তিনি চেন্নাইয়ের বাড়িতে ফিরলে তাঁর স্ত্রী লতা আরতি করে তাঁকে অভ্যর্থনা জানান। থালাইভার এই অসুস্থতায় চিন্তিত তামিল নাগরিকরা যজ্ঞ করে। পরে বাড়ি ফেরার টুইট দেখে আহ্লাদিত ভক্তরা তাঁর বাড়ি ফেরার ছবি শেয়ার করেছেন।
إرسال تعليق
Thank You for your important feedback