কৃষকদের সঙ্গে ফোনে কথা বললেন মমতা

দিল্লি সীমান্তে অবস্থানরত কৃষকদের সঙ্গে ফোন কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কৃষকদের আন্দোলেনর প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। বুধবার তৃণমূলের পাঁচ সাংসদের দল সিংঘু সীমান্তে যান। দলে ছিলেন ডেরেক ওব্রায়েন, শতাব্দী রায়, প্রসূন বন্দ্যোপাধ্যায়, প্রতিমা মণ্ডল ও নাদিমুল হক। তাঁরা সেখানে গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলেন। সেখানে কৃষকরা রিলে অনশন চালাচ্ছেন। 

তৃণমূল জানিয়েছে, সেখান থেকেই ফোনে মমতাকে ধরা হয়। তিনি ফোনেই কৃষকদের আন্দোলনে তাঁর সমর্থনের কথা জানান। আন্দোলনকারীরা তাঁকে জানান, তিনটি কৃষি আইন বাতিল না করা পর্যন্ত তাঁরা বিক্ষোভ চালিয়ে যাবেন। তৃণমূলের বক্তব্য, যে কৃষকরা দেশবাসীকে খাবার তুলে দেন, তাঁদেরই ভুখা থাকতে বাধ্য করা হচ্ছে। সিঙ্গুরের কৃষকদের স্বার্থেই মমতা অনশন করেছিলেন। ২০১৬ সালে সুপ্রিম কোর্ট তাঁর আন্দোলনকে বৈধ বলে জানিয়েছিল।




Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post