একদিনের মুখ্যমন্ত্রী হচ্ছে ১৯ বছরের সৃষ্টি

একদিনের জন্য উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হচ্ছে ১৯ বছরের সৃষ্টি গোস্বামী। জাতীয় শিশুকন্যা দিবসে সে দেরাদুনে শিশুদের বিধানসভাতেও যোগ দেবে। হরিদ্বারের দৌলতপুরের বাসিন্দা সৃষ্টি বিএসসি এগ্রিকালচারের ছাত্রী। গ্রামেই একটি ছোট দোকান চালান তার বাবা, মা অঙ্গনওয়াড়ি কর্মী। ২ বছর আগে সে শিশুদের বিধানসভায় মুখ্যমন্ত্রী হয়েছিল। মেয়েদের আন্তর্জাতিক লিডারশিপে যোগ দিতে সে তাইল্যান্ডেও গিয়েছিল। বাবার কথায় সৃষ্টি মেধাবী ছাত্রী। মেয়েদের উন্নতির জন্য সে একটি সামাজিক সংস্থার সঙ্গেও যুক্ত।

রাজ্যের গ্রীষ্মকালীন রাজধানী গৈরসেনে বিধানসভা ভবনে মুখ্যমন্ত্রী চেয়ারে বসবে সৃষ্টি। অটল আয়ুষ্মান প্রকল্প, স্মার্ট সিটি প্রকল্প, হোম স্টে প্রকল্পের মতো নানা সরকারি কাজ নিয়ে আলোচনা করবে সে। সরকারের পক্ষ থেকে তাকে বিশদ প্রেজেন্টেশন দেওয়া হবে। উচ্ছ্বসিত সৃষ্টি বলেছে, যুবরাও যে জনকল্যাণে প্রশাসনিক কাজ পারে তা প্রমাণ করার এই সুযোগ পেয়ে সে অত্যন্ত আনন্দিত। ত্রিবেন্দ্র সিংহ রাওয়াত পরিচালিত সরকার কতটা কাজ করেছে তা দেখবে সে। 


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post