ভ্যাকসিন নিয়েই অসুস্থ ৩ স্বাস্থ্যকর্মী, দুর্গাপুরে বাতিল টিকাকরণ

করোনা ভ্যাকসিন নেওয়ার পরই ফের অসুস্থ। বৃহস্পতিবার দুর্গাপুরে অসুস্থ হয়ে পড়েন ৩ স্বাস্থ্যকর্মী। এদিন সকাল থেকেই দুর্গাপুর সৃজনী হলে চলছিল টিকাকরণ কর্মসূচী। সেখানেই ভ্যাকসিন নেন দীপা গড়াই, পূর্ণিমা হাজরা ও মল্লিকা দাস নামে ওই তিন স্বাস্থ্যকর্মী। তড়িঘড়ি তাঁদের দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। পরে তিনজনকেই সিসিইউ ইউনিটে ভর্তি করে চিকিৎসা চলছে। এদিকে এই ঘটনার পরই বন্ধ করে দেওয়া হয় ভ্যাকসিন দেওয়ার কাজ।

হাসপাতাল সূত্রে খবর, এদিন দুর্গাপুরের কুড়ুরিয়া স্বাস্থ্যকেন্দ্রের কর্মী দীপা গড়াই ভ্যাকসিন নেওয়ার পরই তাঁর মাথা ঘুরতে শুরু করে। তিনি  হাই ব্লাড সুগারের রোগী। অপরজন, পূর্ণিমা হাজরা বিজুপাড়া এলাকার স্বাস্থ্যকেন্দ্রের কর্মী। একই উপসর্গ দেখা যায় তাঁরও। পূর্ণিমার হাই ব্লাড প্রেসারের সমস্যা রয়েছে। এই দুজনকে হাসপাতালে পাঠানোর পরই অসুস্থ হয়ে পড়েন মল্লিকা দাস নামে এক স্বাস্থ্যকর্মী। তাঁকেও হাসপাতালে পাঠানো হয়। দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ধীমান মণ্ডল জানান, তিনজনই  সিসিইউ ইউনিটে ভর্তি রয়েছেন। মূলত প্যানিক অ্যাটাকের জন্যই এই ঘটনা। পাশাপাশি তাঁদের অন্য উপসর্গও ছিল। তবে সাবধানতার জন্যই এরপর টিকাদান কর্মসূচি বন্ধ করে দেওয়া হল দুর্গাপুরে।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post