মায়ের সঙ্গেই এবার বেঙ্গল সাফারিতে ৩ বাঘের ছানা, খুশি পর্যটকরা

বছরের শুরুতেই পর্যটকদের জন্য সুখবর। মায়ের সঙ্গে এবার দেখা মিলবে তিন রয়্যাল বেঙ্গল টাইগার শাবকেরও। বৃহষ্পতিবার বেঙ্গল সাফারির পঞ্চম প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষ্যেই পর্যটকদের সামনে আনা হল রয়্যাল বেঙ্গল টাইগার শীলার ৩ শাবককে। বনদফতের আধিকারিকরা জানান, আপাতত এনক্লোজারেই রাখা হয়েছে তাদের। ধীরে ধীরে ধাতস্থ হলে খোলা জঙ্গলে ছাড়া হবে। এদিন বেশ খোশমেজাজেই ছিল শাবক গুলো। তবে মায়ের কোল ছেড়ে বেশি দূরে যেতে চাইছিল না তারা।

সাফারি পার্কেই মাস ছয়েক আগে তিনটি বাচ্চার জন্ম দেয় রয়্যাল বেঙ্গল টাইগার শীলা। তারপর পার্ক কর্তৃপক্ষ-এর যত্নেই বড় হয় তারা। এবিষয়ে বন্যপ্রাণ বিভাগের অতিরিক্ত প্রধান মুখ্য বনপাল বিপিন সুদ জানান, ৩ টি ছেলে শাবক। বয়স ছয় মাস। তারা সকলেই বেশ সুস্থ রয়েছে। এখনও নামকরণ হয়নি।  ছয়দিনই তাদের পর্যটকরা দেখতে পাবেন। অন্যান্য বাঘের মতই স্বাভাবিক খাওয়া দাওয়া করছে তারা। তবে কড়া পর্যবেক্ষণে থাকবে ৩ শাবক। পাশাপাশি এদিন লেপার্ড ক্যাট ও ফিশিং ক্যাট ছাড়া হয় পর্যটকদের জন্য।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post