কৃষি আইন দেড়বছর স্থগিত রাখার কেন্দ্রের প্রস্তাব নাকচ করে দিলেন কৃষকরা। তাঁদের একটাই কথা, তিনটি কৃষি আইনই প্রত্যাহার করতে হবে। ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের আইনি বৈধতার দাবিতেও তাঁরা অনড়। সংযুক্ত কিষাণ মোর্চা একইসঙ্গে জানিয়ে দিয়েছেন, ঘোষণামতোই প্রজাতন্ত্র দিবসে তাঁদের ট্র্যাক্টর মিছিল হবেই। আন্দোলন চলবে।
নিজেদের মধ্যে দীর্ঘ বৈঠকের পর বুধবার এক বিবৃতিতে সংযুক্ত কিষাণ মোর্চা এই আন্দোলনে মৃত ১৪৩ জন চাষির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা ফিরবেন না। বুধবার সন্ধেয় কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার এ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে কথা বলেন। আগামী বৃহস্পতিবার কেন্দ্র ও কৃষকদের মধ্যে একাদশ বৈঠক হবে। সেখানে একটা সামাধানের আশা করছে কেন্দ্রে। দিল্লির সীমান্তে কৃষকদের অবস্থান ৫৮ দিনে পড়েছে। সুপ্রিম কোর্ট নিযুক্ত বিশেষজ্ঞ কমিটি আইন নিয়ে ৮ রাজ্যের ১০টি কৃষক সংগঠনের সঙ্গে কথা বলেছে।
Thank You for your important feedback