মুখ্যমন্ত্রীর সভার আগে হেনস্থা সিএন নিউজের প্রতিনিধি, দেখুন ভিডিও

নদিয়ার রানাঘাটে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার আগে হেনস্থার শিকার সিএন নিউজ। এদিন সভা শুরুর আগেই একদল তৃণমূল কর্মী সমর্থক ছবি তুলতে বাধা দেন সিএনের চিত্র সাংবাদিককে। সংবাদ পরিবেশনের কারণে গালিগালাজও করা হয় সাংবাদিককে। বেশ কয়েকবার তাঁদের বোঝানোর চেষ্টা করলেও কোনও কাজ হয়নি। রীতিমতো ধাক্কা দিয়ে সাংবাদিক ও চিত্র সাংবাদিককে বের করে দেন ওই তৃণমূল কর্মী-সমর্থকরা। 

এদিকে বেগতিক দেখে এগিয়ে আসেন সভাস্থলে উপস্থিত কয়েকজন স্থানীয় নেতা ও কর্মকর্তারা। তাঁদের মধ্যস্থতায় শেষপর্যন্ত পিছু হটেন দলের কর্মীরা। এর আগেও একাধিকবার আক্রমণ হয়েছে সিএন নিউজের সাংবাদিকদের ওপর। ২০২০ সালে ডিসেম্বর মাসে ডায়মন্ডহারবারে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয়ে হামলার সময়েও আক্রান্ত হয়েছিলেন  সিএন-এর প্রতিনিধিরা।        

দেখুন ভিডিও...



Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.