হাওড়া সহ সমস্ত বকেয়া পুরভোট দ্রুত করানোর নির্দেশ দিল হাইকোর্ট

হাওড়া পুরনিগম সহ রাজ্যের বকেয়া থাকা সমস্ত পুরসভার ভোট দ্রুত শেষ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। অবিলম্বে যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে পুরভোটের নির্দেশ দিল হাইকোর্ট। সূত্রের খবর, হাওড়া সহ ১০৬টি পুরসভায় ভোট বকেয়া রয়েছে। সিপিএমের তরফে দায়ের করা মামলায় নির্দেশ দিয়েছেন বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। 

উল্লেখ্য, গত বছরের এপ্রিলে বকেয়া পুরভোট হওয়ার কথা থাকলেও করোনার জেরে তা বাতিল হয়। এরপর প্রশাসক বসিয়ে পুরসভাগুলি চালাচ্ছি রাজ্য সরকার। হাওড়া পুরনিগমে দীর্ঘদিন ধরেই প্রশাসক বসানো হয়েছে। ফলে সাধারণ মানুষের সমস্যা আরও বাড়ছিল। মানুষ ঠিকমতো পরিষেবা পাচ্ছে না বলেই দাবি বামফ্রন্ট সহ সমস্ত বিরোধীদলগুলির। সিপিএমের হাওড়া জেলা কমিটির তরফে দ্রুত ভোট করানোর আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়। তাদের দাবি, নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় এলাকায় উন্নয়ন থমকে রয়েছে। পুর পরিষেবাও মিলছে না ঠিকঠাক। এই মামলার শুনানির পর এদিন হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, অবিলম্বে সমস্ত প্রয়োজনীয় কাজ শেষ করে দ্রুত ভোট করাতে হবে। যদিও কোনও সময়সীমা বেঁধে দেয়নি হাইকোর্ট। হাওড়া পুরনিগম নিয়ে রায় দিতে গিয়ে ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে ১০৬টি পুরসভাতেই ভোট করাতে হবে রাজ্য সরকারকে।  


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post