মমতার সভাস্থলে বিক্ষোভ আইসিডিএস কর্মীদের

সোমবার নদিয়ার রানাঘাটে সভা করতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভার যাবতীয় প্রস্তুতি সাড়া ইতিমধ্যেই। কিন্তু তাল কাটল সভা শুরুর ঘন্টাখানেক আগে। সভামঞ্চের সামনেই বিক্ষোভ দেখাতে শুরু করেন কয়েকজন আইসিডিএস কর্মী। তাঁদের দাবি, নিয়মিত বেতন পান না তাঁরা। ১২ মাস কাজ করে ১০ মাসের বেতন পান। এমনকি দৈনিক ৫০ টাকা মজুরিতেও কাজ করানো হচ্ছে কাউকে। ফলে মুখ্যমন্ত্রী আসার আগেই এহেন বিক্ষোভে চরম অস্বস্তিতে পড়েন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাঁরা বিক্ষোভরত মহিলা কর্মীদের বোঝানোর চেষ্টা করেন। কিন্তু তাঁরা সভায় আসা কর্মী-সমর্থকদের সামনেই স্লোগান দিতে থাকেন। ফলে উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয় মুখ্যমন্ত্রীর সভাস্থলে। পরে বিক্ষোভরত মহিলাদের বুঝিয়ে সুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেয় পুলিশ। কিন্তু ভোটের মুখে মুখ্যমন্ত্রীর সভার আগেই এই বিক্ষোভ সিঁদূরে মেঘ দেখছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। 

অপরদিকে বিধানসভা ভোটের প্রচারে রানাঘাটে জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত লোকসভা নির্বাচনে রানাঘাট লোকসভা কেন্দ্রে জিতেছে বিজেপি। ফলে বিধানসভায় বিজেপিকে হারাতে হলে আরও শক্তিশালী করতে হবে সংগঠন। মতুয়া সম্প্রদায়ের মানুষের আধিক্য রানাঘাটে। ফলে মতুয়া ভোট যেদিকে তাঁদের জেতার সম্ভাবনাই বেশি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও মতুয়াদের সন্তুষ্ট করতে বিভিন্ন ঘোষণা করেছিলেন আগে। এবার রানাঘাটে এসে আরও কিছু ঘোষণা করেন কিনা তার দিকেই তাকিয়ে বাংলার রাজনৈতিক মহল। 


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.