রবিবার রাতেই লোকজন ডেকে মেয়ের জন্মদিন পালন করেছিলেন। অথচ কেউ ঘূণাক্ষরেও বুঝতে পারেননি রাতেই চরম সিদ্ধান্ত নিতে চলেছেন প্রদ্যোৎ লাহিড়ি ও তাঁর স্ত্রী প্রণতি দেবী। মেয়ের জন্মদিনের পরের দিনই আত্মহত্যা হরিদেবপুরের এই বৃদ্ধ দম্পতির। পুলিশের প্রাথমিক অনুমান, মানসিক অবসাদের জেরেই এই ঘটনা। সোমবার সকালে সাড়া না পেয়ে মা-বাবাকে ডাকতে যান মেয়ে মধুমিতা। সেই সময়ই তিনি দেখেন তাঁদের শরীর বরফের মত ঠান্ডা। পাশে পড়ে রয়েছে ঘুমের ওষুধের খালি স্ট্রিপ। ঘর থেকে পাওয়া সুইসাইড নোটে লেখা, 'আমরা স্বেচ্ছায় মৃত্যুবরণ করছি আমাদের মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।' ঘটনার তদন্ত শুরু করেছে হরিদেবপুর থানার পুলিশ।
জানা গেছে, হরিদেবপুরের নবপল্লীতে একটি আবাসনে দোতলায় থাকতেন রিটার্ড ব্যাঙ্ক অফিসার প্রদ্যোৎ লাহিড়ি ও তাঁর স্ত্রী প্রণতি লাহিড়ি। গত দুবছর ধরে মেয়ে মধুমিতা লাহিড়িও তাঁদের সঙ্গে থাকতেন। মধুমিতা জানান, স্বামীর সঙ্গে তাঁর ডিভোর্সের মামলা চলছে। সেই কারণেই সম্ভবত তাঁর বাবা-মা কিছুটা মানসিক অবসাদে ভুগছিলেন। আগের দিন তাঁর জন্মদিন ছিল। রাতের অনুষ্ঠান শেষে প্রত্যেকেই ঘুমিয়ে পড়েন। সকালে পরিচারিকা এসে বারবার ডাকলেও সাড়া দেননি তাঁর বাবা-মা। পরে তিনি ডাকতে গিয়ে দেখতে পান তাঁদের নিথর দেহ। খবর পেয়ে হরিদেবপুর থানার পুলিশ এসে দেহ দুটি ময়নাতদন্তে পাঠানোর ব্যবস্থা করেন। পুলিশ সূত্রে খবর, ঘুমের ওষুধ খেয়েই ওই দম্পতি আত্মঘাতী হয়েছেন। তবে তদন্ত চলছে।
Thank You for your important feedback