বিপাকে খুচরো ব্যবসায়ী, আবেদন পুঁজির

করোনা আবহে ঝাড়ঝাপটা যে যে বাণিজ্যিক ক্ষেত্রগুলিতে বেশি লেগেছে তার অন্যতম খুচরো ব্যবসা। লাইফ স্টাইল বা জীবন যাত্রা বদলের ধরনে পরিবর্তন হওয়ায় এই ব্যবসার কাঠামো বদলাতে হয়েছে বা হচ্ছে। চাহিদা অনুযায়ী রোজের বিক্রি এবং তার সঙ্গে দোকানে সাধারণ ক্রেতার উপস্থিতি অনেকটাই কমেছে। যার জন্য তারা দায়ী করছে ই-কমার্সকে। তারা মনে করে ই-কমার্সের কল্যাণে খুচরো ব্যবসায়ীরাও বদলাতে শুরু করেছে তাদের ব্যবসার ধরন। কিন্তু বাধা বা সঙ্কট তাদের পুঁজির। তাই আসন্ন বাজেটের আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের কাছে এক গুচ্ছ দাবি তুলে ধরল খুচরো ব্যবাসীদের সংগঠন রিটেলার্স এসোসিয়েশন অফ ইন্ডিয়া বা RAI। তাদের আর্জি ব্যবসায়ীরা যাতে সহজ পুঁজি পেতে পারে তা নিশ্চিত করতে তাদের ক্ষুদ্র বা ছোট শিল্পের মর্যাদা দিতে হবে একই সাথে খুচরো ব্যবসার নীতি ঠিক করতে হবে।
যে সুবিধা বৃহৎ, মাঝারি বা ক্ষুদ্রশিল্প ব্যাঙ্কের মাধ্যমে পেয়ে থাকে তা তারা পেলে ব্যবসায়ে এগোতে পারবে। পণ্য উৎপাদন থেকে ক্রেতা পর্যন্ত যে শৃঙ্খলের উপর দাঁড়িয়ে RAI তার সুবিধা পেতে চাইছে খুচরো ব্যবসায়ীরা। তাদের মূল দুই দাবি, ১) প্রথাগত জটিলতা কমানো, ২) ব্যবসায়ীদের সহজে পুঁজি পাওয়ার রাস্তা প্রশস্ত করা|

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.