ঠিকমতো রান্না করে খেলে মুরগি থেকে কোনও ভয় নেই। ৭০
ডিগ্রি সেন্টিগ্রেডের ওপর তাপমাত্রায় বার্ড ফ্লু-র ভাইরাস সহজেই নষ্ট হয়ে
যায়। দেশে বার্ড ফ্লুর আতঙ্ক কাটাতে একথা জানিয়ে দিল কেন্দ্র। সেইসঙ্গে
কেন্দ্র রাজ্যগুলিকে মুরগি বিক্রি ও অন্য রাজ্যে মুরগি পাঠামোর ওপর
নিষেধাজ্ঞা জারি না করতেও বলেছে কেন্দ্র। এপর্যন্ত দেশের ১১টি রাজ্যে বার্ড
ফ্লু ধরা পড়েছে। দিল্লিতেও সবথেকে বড় গাজিপুরের পোল্ট্রি বাজারটি খুলে
দিতে নির্দেশ দিয়েছে সরকার।
'ঠিকমতো মুরগি রান্না করলে বার্ড ফ্লুর ভয় নেই'
0
January 16, 2021
Tags
Thank You for your important feedback