ভোটের আগে নতুন দল আব্বাস সিদ্দিকির ‘ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট’

বিধানসভা ভোটের আগে রাজনৈতিক সমীকরণ আরও জটিল হতে চলেছে। বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে নতুন দলের পতাকা ও নাম প্রকাশ্যে আনলেন আব্বাস সিদ্দিকি। তাঁর নতুন রাজনৈতিক দলের নাম ‘সেকুলার ফ্রন্ট’। ফুরফুরা শরিফের পিরজাদা আব্বাস সিদ্দিকি জানিয়ে দিলেন, ‘আমাদের লক্ষ্য অসহায় মানুষের কন্ঠ হয়ে সমাজের মূল দিকে আনা। আগামী দিনে ব্রিগেডে সভা হবে। সেখানে আরও বেশি মানুষকে জানানো হবে’। তিনি আরও জানান, আগামী ২৬ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে নতুন এই রাজনৈতিক দলের কর্মকাণ্ড শুরু হয়ে যাবে। আব্বাস এদিন জানিয়েছেন, নতুন এই দলের চেয়ারম্যান করা হয়েছে নওসাদ সিদ্দিকিকে। সভাপতি হয়েছেন শিমুল সোরেন। দলের পতাকায় রয়েছে দুটি রঙ নীল এবং সবুজ। 

তবে প্রতীক এদিন প্রকাশ করা হয়নি। তিনি জানিয়ে দিয়েছেন, তাঁর পাখির চোখ, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া এবং মুর্শিদাবাদ ও মালদা জেলার একাংশ। আব্বাস সিদ্দিকি আগেই জানিয়েছিলেন নতুন দল গঠন করার কথা। তখন তাঁকে পাশে পেতে ঝাঁপিয়েছিল বাম ও কংগ্রেস নেতারা। এমনকি তৃণমূলের তরফেও যোগাযোগ করা হয়েছিল বলে জানা যাচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত ফুরফুরা শরিফের পিরজাদা আব্বাস সিদ্দিকি ওয়েইসির সমর্থনে নির্বাচনে লড়াইয়ের কথা জানান। বিগত কয়েক দিন আব্বাস ধর্মীয় সভা থেকেই রাজনৈতিক বক্তব্য রাখছিলেন। এদিন তিনি বলেন, অনেকেই আছে যাঁরা নিজেদের নিরপেক্ষ বলেন। কিন্তু আদপে কাজে তা প্রমাণিত হয় না। শুধু মুসলিম নয়, হিন্দু সমাজেরও বহু পিছিয়ে পড়া মানুষ আছেন। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এবারের নির্বাচনে ভোট কাটাকুটির খেলায় সিদ্দিকির দল যথেষ্ট বেগ দেবে শাসকদলকে। 


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post