বিজেপি বিকল্প এনেছে, মত রুদ্রনীলের

''দলের একাংশের দুর্নীতিতে লিপ্ত হয়ে যাওয়া একটা ভয়ঙ্কর বিপর্যয় ডেকে আনছে।'' বৃহস্পতিবার সিএন-কে একান্ত সাক্ষাৎকারে অভিনেতা রুদ্রনীল ঘোষ বলেন, ''দুর্নীতিগ্রস্তদের কোনও শাস্তি হয় না। রেশনে এমন চাল পাঠানো হচ্ছে যেখানে পোকা রয়েছে। আমি বিশ্বাস করি মমতা বলেননি কাটমানি নাও, মানুষকে বিপদে ফেলো। কিন্তু এসব দেখেও তিনি কাউকে শাস্তি দিলেন না, তাদের সাহস বাড়ছে। কিন্তু এসব দেখে কোণঠাসা হচ্ছেন ভালো নেতা কর্মী। মমতা বন্দ্যোপাধ্যায়কে মিসলিড করা হচ্ছে।''

তাঁর বিজেপিতে যোগ নিয়ে তিনি বলেন, ''আমি রামরাজাতলায় বড় হয়েছি। রামমন্দির, পদ্মফুল দেখতাম আমি। রাজ্যে সেসময় বিজেপি বলতে তপন সিকদারকেই চিনতেন মানুষ। গ্রামবাংলার মানুষ সরকারি প্রকল্পের ওপরই আস্থা রাখেন। তাঁদের কাছে কিছু পৌঁছাচ্ছে না। বিজেপির মিছিলে আসা মানুষরা এই রাজ্যেরই। বঞ্চনা থেকেই তাঁরা আসছেন। আমার তৃণমূলকে অপমান করার কোনও ইচ্ছা নেই। বিজেপি একটা বিকল্প এনেছে। বিজেপিতে একটা শৃঙ্খলা আছে, যেটা তৃণমূলে নেই। বিজেপির সঙ্গে অনেক বিষয়ে মিল পেয়েছি। রাজ্যে বদল হলে যদি রাজ্যের ভালো হয় ক্ষতি নেই।''               

রুদ্রনীল বলেন, ''আমি সক্রিয় রাজনৈতিক কর্মী নই। রাজ্য সরকারের ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে ৫-৭ বছর কাজ করার সুযোগ দিয়েছেন। কিছু যোগ্যতা ছিল বলেই সেই জায়গা পেয়েছিলাম। তবে ওনার ইচ্ছা, মানুষের জন্য প্রকল্প নিয়ে আমার কোনও মতবিরোধ নেই। তিনি মানুষের উপকারের জন্য কথা বলেন।'' 


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.