তোলাবাজি প্রমাণ হলে ফাঁসিতে যাব, ফের চ্যালেঞ্জ অভিষেকের

সব চোর এখন বিজেপির দলে। বিজেপি এখন চোরের দলে পরিণত হয়েছে। বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের স্টেডিয়ামের জনসভায় যুব তৃণমূলের সভাপতি অভিষেক এই ভাষাতেই আক্রমণ করেছেন বিজেপিকে। তাঁর কথায়, যারা পাল্টিবাজি করে বিজেপিতে গিয়েছেন, তাদের জানিয়ে রাখি ক্ষমতায় আসবে আবার হাওয়াই চটি। 

শুভেন্দু অধিকারীর নাম না করে অভিষেক বলেন, কেউ বলছে তোলাবাজ ভাইপো হটাও। আমার তোলাবাজির অভিযোগ যদি কেউ প্রমাণ করতে পারে, আমার জন্য ফাঁসিকাঠ তৈরি রেখো, আমি মৃত্যুবরণ করব। আমার পিছনে ইডি-সিবিআই দিতে হবে না। টিভি পর্দায় কাকে টাকা নিতে দেখা গিয়েছে। আসল তোলাবাজ কে? আমি বলেছিলাম, নিজের পরিবারের কাউকে পদ্মে জয়েন করাতে পারছ না। তারপরেই দেখি এক ভাইকে নিয়ে এসে জয়েন করিয়ে দিল। এতে প্রমাণ হয় তোমার পরিবারে আরও এমন উপসর্গহীন কেউ থাকতে পারে। এতে আমাদেরই সুবিধা হল। এদিনও তিনি  কৈলাস বিজয়বর্গীয়, অমিত শাহ বহিরাগত। দিলীপ ঘোষ গুন্ডা। 


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.