বচ্চন পাণ্ডে’র গ্যাংস্টার লুক শেয়ার অক্ষয়ের

গ্যাংস্টার লুকে ধরা দিলেন অক্ষয় কুমার। সম্প্রতি শুরু হয়েছে বচ্চন পাণ্ডে’র শুটিং। সিনেমার সেট থেকেই নিজের নয়া লুক শেয়ার করলেন অভিনেতা। অক্ষয়ের পরনে রয়েছে জিনসের প্যান্ট, মাথায় কাপড় বাঁধা। গলায় মোটা সোনার হার। হাতেও মোটা চেন, কপালে তিলক। টুইট করে জানিয়েছেন, নতুন বছর, পুরনো সঙ্গীদের সঙ্গে ‘বচ্চন পাণ্ডে’র কাজ শুরু করলাম। প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার সঙ্গে আমার দশতম ছবি। আশা করি আমরা একসঙ্গে আরও অনেক ছবি করব। আপনাদের শুভেচ্ছা প্রয়োজন।  

অ্যাকশন-কমেডি ঘরানার এই সিনেমায় অক্ষয় একজন গ্যাংস্টার, কিন্তু সে স্বপ্ন দেখে অভিনেতা হওয়ার। সিনেমায় অক্ষয় ছাড়াও অভিনয় করছেন কৃতি শ্যানন, জ্যাকলিন ফার্নান্ডেজ, আরশাদ ওয়ারসি, পঙ্কজ ত্রিপাঠি ও প্রতীক বব্বর।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.