আর দিন কয়েকের মধ্যেই শুরু হয়ে যাবে করোনার গণ টিকাকরণ। শুক্রবারই রাজ্যে করোনার টিকার আসার কথা। তার আগে শুক্রবার গোটা দেশজুড়েই চলছে তার মহড়া। উত্তরপ্রদেশ ও হরিয়ানা ছাড়া দেশের সব জেলাতেই এই মহড়া চলবে। উত্তরপ্রদেশে ৫ জানুয়ারি এবং হরিয়ানায় বৃহস্পতিবার এই মহড়া হয়ে গিয়েছে। টিকাকরণের কাজে সবকিছু যাবে ঠিকঠাক হয়, তা নিশ্চিত করতেই এই মহড়া। প্রত্যেক জেলায় তিন ধরনের টিকাকরণ কেন্দ্র বাছা হয়েছে। তার মধ্যে রয়েছে একটি সরকারি হাসপাতাল, বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র এবং গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র। করোনা ভ্যাকসিন বাগবাজারে স্বাস্থ্য দফতরের স্টোরে রাখা হবে। পরে, সেখান থেকে ভ্যাকসিন পাঠানো হবে জেলায় জেলায়। এদিন কলকাতার সব মেডিকেল কলেজে হবে মহড়া। এছাড়াও কলকাতা পুরসভার ১৩১ নম্বর ওয়ার্ডের ক্লিনিকেও হবে মহড়া।
এরই মধ্যে বাংলাদেশ অক্সফোর্ড- অ্যাস্ট্রোজেনেকার টিকার জরুরি অনুমোদন দিয়েছে। এই টিকা ভারতে তৈরি কছে সিরাম ইন্সটিটিউট অফ ইন্ডিয়া। ই একটি টিকাই সবুজ সঙ্কেত পেল বাংলাদেশে। সেদেশের ড্রাগ বিভাগের ডিরেক্টর জেনারেল মাহবাবুর রহমান জানিয়েছেন, এখন এই টিকা বাংলাদেশে দেওয়া যেতে পারে। ২ মাস আগে বাংলাদেশ ৩ কোটি কোভিশিল্ড কেনার জন্য সিরামের সঙ্গে চুক্তি করেছে।
Thank You for your important feedback