আইনি জটে মির্জাপুর ২, ওটিটি প্ল্যাটফর্ম ও নির্মাতাদের নোটিশ সুপ্রিম কোর্টের

তাণ্ডব নিয়ে বিতর্কের মাঝেই ফের বিপাকে আমাজন প্রাইম। এবার কাঠগড়ায় ওয়েব সিরিজ মির্জাপুর ২। কিছুদিন আগেই উত্তরপ্রদেশের মির্জাপুরের এক বাসিন্দা এই ওয়েব সিরিজের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেছিলেন। এছাড়া সুপ্রিম কোর্টে একটি পিটিশনও জমা পড়েছে। সেই জনস্বার্থ মামলার ভিত্তিতেই এবার ওয়েব সিরিজের নির্মাতাদের ও ওটিটি প্ল্যাটফর্মকে নোটিশ সুপ্রিম কোর্টের।

উল্লেখ্য, উত্তরপ্রদেশের মির্জাপুরের কোতওয়ালি দেহাত থানায় অরবিন্দ চতুর্বেদী নামে এক সাংবাদিক ওই ওয়েবসিরিজের বিরুদ্ধে প্রথম অভিযোগ দায়ের করেন। অভিযোগ, উত্তরপ্রদেশের ভাবমূর্তি নষ্ট করা হয়েছে মির্জাপুর ওয়েব সিরিজে। সিরিজের সংলাপ তাঁর ধর্মীয়, সামাজিক এবং আঞ্চলিক ভাবাবেগেও আঘাত করেছে। মির্জাপুর শহর নিয়ে দেশের মানুষের কাছে ভুল বার্তা যাচ্ছে। এছাড়াও উত্তরপ্রদেশের পুলিশ-প্রশাসন ও বিচারব্যবস্থাকেও প্রশ্নের মুখে দাঁড় করানো হয়েছে বলে অভিযোগ। এরভিত্তিতেই ওয়েব সিরিজের এক্সিকিউটিভ প্রোডিউসার, রিতেশ সিধওয়ানি, ফারহান আখতার ও ভৌমিক গোন্দোয়ালিয়ার পাশাপাশি আমাজন প্রাইমের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন।    


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post