মহিলা কর্মীকে কুপ্রস্তাব! সুপারভাইজারকে বহিষ্কারের দাবি বিজেপির

দুয়ারে সরকার কর্মসূচিতে বিজেপির এক মহিলা কর্মীকে কুপ্রস্তাব। অভিযোগ উঠল মালদার যদুপুর ২ গ্রামপঞ্চায়েতের সুপারভাইজারের বিরুদ্ধে। অভিযুক্ত সুপারভাইজারকে অবিলম্বে সাসপেন্ড করার দাবিতে বৃহস্পতিবার পঞ্চায়েত দফতরের সামনে ধরনায় বসেন বিজেপি কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ।  পঞ্চায়েত দফতর চত্বরে উত্তেজনা থাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট।

বিজেপির অভিযোগ, দুয়ারে সরকার কর্মসূচিতে জব কার্ড চাইতে গেলে ওই মহিলা কর্মীকে কুপ্রস্তাব দেয় যদুপুর ২ গ্রাম পঞ্চায়েতের সুপারভাইজার অমল মণ্ডল। ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়। সেই ভিত্তিতে অভিযুক্ত সুপারভাইজারকে সাসপেন্ডও করেন পঞ্চায়েতের আধিকারিক। 

এরপরই অভিযোগ তুলে নেওয়ার জন্য  সুপারভাইজার অমল মণ্ডল ওই মহিলাকে হুমকি দেয়। ভয়ে ওই দরিদ্র মহিলা অভিযোগ তুলে নেন। গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য সনাই মন্ডলের দাবি, অভিযুক্ত সুপারভাইজার অমল মণ্ডলের বিরুদ্ধে তথ্য প্রমাণ থাকলেও ব্লক আধিকারিক ফের তাকে বহাল করেছেন। আইনানুগ কোনও ব্যবস্থা নেননি। বিজেপির মহিলা নেত্রী সুতপা চট্টোপাধ্যায় জানান, অভিযুক্ত সুপারভাইজারকে অবিলম্বে পদ থেকে বরখাস্ত না করলে আন্দোলন চলবে। এই বিষয়ে কোনও মন্তব্য করেননি পঞ্চায়েতের সরকারি আধিকারিক থেকে প্রধান। অভিযুক্ত অমল মণ্ডলেরও কোনও খোঁজ পাওয়া যায়নি।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post