টুইটারে অমিতাভের ফলোয়ার সাড়ে ৪ কোটি ছাড়াল

টুইটারে অমিতাভ বচ্চনের ফলোয়ারের সংখ্যা পৌঁছল সাড়ে চার কোটিতে। টুইটারে অত্যন্ত সক্রিয় ৭৮ বছরের বিগ বি। ফেসবুক, ইনস্টাগ্রামেও তিনি সক্রিয়। টুমবিরে তাঁর ব্যক্তিগত অ্যাকাউন্টও রয়েছে। শনিবার তাঁর টুইটারে যুবক বচ্চনের সাদা কালো ছবি পোস্ট করেছেন ভক্তরা। তাঁদের ধন্যবাদ এবং বাবা প্রয়াত কবি হরিবংশ রাই বচ্চনের আশীর্বাদ প্রার্থনা করেছেন তিনি। 

ছবিটির স্মৃতিচারণ করে টুইটারে বচ্চন লিখেছেন, ১৯৮২ সালে বেঙ্গালুরুতে কুলি ফিল্মে গুরুতর জখম হওয়ার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বহু সময় লেগেছিল তাঁর সুস্থ হতে। তিনি যখন বাড়ি ফিরে এসেছিলেন, তখনই প্রথম তিনি তাঁর বাবাকে ভেঙে পড়তে দেখেছিলেন। উদ্বিগ্ন অভিষেক তাকিয়ে রয়েছে। ফেসবুকে তাঁর ফলোয়ার ২ কোটি ৯০ লাখ, ইনস্টাগ্রামে ২ কোটি ৪৫ লাখ। এখন টুইটারে সবথেকে বেশি  ৬ কোটি ৪৭ লাখ ফলোয়ার নরেন্দ্র মোদির। 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.