গঙ্গাসাগর মেলায় ৬৭টি বাড়তি ট্রেন দিল পূর্ব রেল

চলতি বছর করোনা অতিমারীর জন্য আদৌ গঙ্গাসাগর মেলায় সাধারণ পূণ্যার্থীদের প্রবেশাধিকার থাকবে কিনা সেটা কলকাতা হাইকোর্টে বিচারাধীন। তবে এখনও কলকাতা হাইকোর্ট সুস্পষ্ট রায় দেয়নি। তবে হাইকোর্ট ই-স্নানের ওপর জোর দিতে বলেছে রাজ্য সরকারকে। তবে গঙ্গাসাগর মেলা ঘিরে প্রস্তুতি বন্ধ হয়নি। মকর সংক্রান্তিতে পূণ্যস্নানের তোড়জোড় চলছেই। প্রতি বছরের মতো এবছরও পূণ্যার্থীদের জন্য বাড়তি ট্রেন চালানোর কথা ঘোষণা করল পূর্ব রেল। আপাতত রেলের তরফে জানানো হয়েছে শিয়ালদা দক্ষিণ শাখায় নামখানা ও কাকদ্বীপ পর্যন্ত ৬৭টি অতিরিক্ত লোকাল ট্রেন চালানো হবে। এছাড়া শিয়ালদা ও লালগোলার মধ্যে বাড়তি একটা এক্সপ্রেস ট্রেন চালানোর সিদ্ধান্তও হয়েছে। 

রেল জানিয়েছে ট্রেনগুলি আগামী ১২ থেকে ১৬ জানুয়ারির মধ্যে চলাচল করবে। শিয়ালদা-লালগোলা এক্সপ্রেস ট্রেনটি চলাচল করবে ৭-১৬ জানুয়ারি পর্যন্ত। তবে তীর্থযাত্রীদের করোনা সুরক্ষাবিধি মেনেই যাত্রা করতে হবে বলে জানিয়েছে পূর্ব রেল। পাশাপাশি মেনে চলতে হবে রাজ্য সরকারের ঠিক করে দেওয়া স্বাস্থ্যবিধি। পূর্ব রেল সূত্রে খবর, এবার করোনা অতিমারীর জেরে গঙ্গাসাগরে কম লোক সমাগম হবে। তাই ভিন রাজ্য থেকে পূণ্যার্থী কম আসবেন। তাই গঙ্গাসাগর উপলক্ষ্যে অন্য রাজ্য থেকে মাত্র ২টি এক্সপ্রেস ট্রেন দেওয়া হয়েছে এবার। ট্রেনগুলি কলকাতা স্টেশনে আসবে। 


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.