ফের কলকাতায় অগ্নিকাণ্ড, পুড়ে ছাই নারকেলডাঙার একাধিক ঝুপড়ি

বছরের শুরু থেকে কলকাতার পিছু ছাড়ছে না অগ্নিকাণ্ড। বাগবাজার, নিউটাউনের পর সোমবার সকালে আগুন লাগল রাজাবাজারে। ভস্মীভূত নারকেলডাঙা এলাকার বেশ কয়েকটি ঝুপড়ি। আশ্রয়হীন প্রায় ২৫ টি পরিবার। আগুন লাগায় ক্ষতি হয়েছে বেশ কিছু গবাদি পশুর। হতাহতের কোনও খবর নেই। আধঘন্টার চেষ্টায় দমকলের ৫টি ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বারবার কলকাতার একাধিক জায়গায় যেভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, তাতে প্রশ্ন উঠছে শহরের সুরক্ষা নিয়েও।


স্থানীয় সূত্রে খবর, সোমবার সকালেই আগুন লাগে নারকেলডাঙার ছাগলপট্টি বস্তিতে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশ ও দমকলে। পাশাপাশি বাসিন্দারাও পাশের ক্যানেল থেকে জল নিয়ে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। বেশ কিছুক্ষণ পর দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে অবশ্য পরে ছাই হয়ে গেছে বেশ কয়েকটি ঝুপড়ি। জানা গেছে, গৃহহীন প্রায় ২৫টি পরিবার। তবে বেশিরভাগ ঝুপড়িতে গবাদি পশু ছিল। আগুনে কয়েকটি পশু মারা যায়। এদিকে বাসিন্দাদের অভিযোগ, খবর দিলেও দেরিতে আসে দমকল। তবে দমকল আধিকারিক জানান, ঘিঞ্জি এলাকা হওয়ায় ইঞ্জিন ঢুকতে সমস্যা হয়েছে।উল্লেখ্য, গতবছরও ওই জায়গাতেই আগুন লেগেছিল। দমকলের প্রাথমিক অনুমান, শীতের সকালে কেউ বা করা আগুন পোহাচ্ছিলেন। তা থেকেই এই বিপত্তি। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post