বারাণসীতে গিয়েছিলেন ক্রিকেটার শিখর ধাওয়ান। কাশী বিশ্বনাথের মন্দির, কালভৈরবের মন্দিরে পুজো সেরে বেরিয়েছিলেন গঙ্গাবক্ষে নৌকাবিহারে। সেখানে উড়ন্ত পাখিদের খাবার দিয়েছেন তিনি। এবং সেই ছবি পোস্ট করেছেন সোশাল মিডিয়ায়। লিখেছেন, পাখিদের খাওয়ানোর নামই আনন্দ।
তারপরই বিপত্তির শুরু। নৌকার মাঝির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে জেলা প্রশাসন। বারাণসীর জেলাশাসক কৌশলরাজ শর্মা বলেছেন, ওই নৌকার মাঝি জেলাপ্রশাসনের নির্দেশ অমান্য করেছেন। রাজ্যে বেড়ে চলা বার্ড ফ্লুর জন্য যারা নৌকাবিহার করবে তাদের পাখিদের খাওয়ানো নিষিদ্ধ। তবে শিখর ধাওয়ানের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। জেলাশাসক জানান, নিষেধ না মেনেই পর্যটকরা নৌকা থেকে পাখিদের খাবার দিচ্ছেন এমন খবর এসেছিল। এটা নৌকার মাঝিদের জানা উচিত। পর্যটকরা নাও জানতে পারেন। সেই মাঝিকে চিহ্নিত করা হচ্ছে। তাকে নোটিশ দিয়ে তার নৌকার লাইসেন্স বাতিল করা হবে। পর্যটকদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না।
Post a Comment
Thank You for your important feedback