এএফসি কাপে সহজ গ্রুপে এটিকে-মোহনবাগান

ঘোষিত হল ২০২১ সালের এএফসি কাপের সূচি। পাশাপাশি ঘোষিত হল এএফসি কাপের গ্রুপ বিন্যাসও। সে দিকেই নজর ছিল সকল ফুটবলপ্রেমী থেকে প্রাক্তন ফুটবলারদের। গ্রুপ বিন্যাস ঘোষণার পরই দেখা গেল অপেক্ষাকৃত সহজ গ্রুপ থেকেই এএফসি কাপে অভিযান শুরু করবে অ্যান্থোনিও লোপেজ হাবাসের দল। যদিও এই মরশুমেই এটিকের সঙ্গে সংযুক্ত হয়েছে মোহনবাগান। সংযুক্তিকরণের পর নতুন নাম হয়েছে এটিকে-মোহনবাগান। এএফসিকাপে মোটামুটিভাবে সহজ গ্রুপেই রয়েছে এটিকে-মোহনাবাগান। তারা গ্রুপ-ডি তে খেলবে বাংলাদেশের বসুন্ধরা কিংস এবং মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের বিরুদ্ধে। সব ঠিকঠাক থাকলে গ্রুপ-ডি তে চতুর্থ দল হিসেবে যোগ্যতা অর্জন করতে পারেন সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি। 

আগামী ২২-২৮ জুন গ্রুপ-ডির খেলা হতে পারে। ফলে জৈবসুরক্ষা বলের মধ্যেই অনুষ্ঠিত হবে ম্যাচগুলি। যদিও গত মরশুমের করোনার জেরেই বাতিল হয়েছিল এএফসি কাপ।  


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post